অভিযানে উপস্থিত ছিলেন হরিহরপাড়া ব্লকের বিডিও ছেরিং জাম ভুটিয়া, থানার আইসি অরূপ কুমার রায় সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। বাজারঘেঁষা এলাকায় বাড়ি থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধারের ঘটনা সামনে আসতেই এলাকাজুড়ে চাঞ্চল্যে ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হবে। মাদক ব্যবসার বিরুদ্ধে বড়সড় পদক্ষেপের আশ্বাস দিয়েছে প্রশাসন।
advertisement
আরও পড়ুন- ঝলমলে রোদ দেখে আনন্দ হয়েছিল? এক ঘণ্টায় আসছে আকাশভাঙা বৃষ্টি, ফের তোলপাড় আবহাওয়া
পুলিশ সূত্রে খবর, গত এক সপ্তাহে মুর্শিদাবাদের লালগোলা থানা এলাকা থেকে প্রায় ৬০০ গ্রাম হেরোইন-সহ বেশ কয়েকজনকে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এনডিপিএস মামলা রুজু হয়েছে। তবে শুধু লালগোলা নয়, এবার হেরোইনের রমরমা কারবার মুর্শিদাবাদের হরিহরপাড়াতেও। যা নিয়ে চিন্তিত পুলিশ। বাজারের মধ্যে এই ভাবে মাদকদ্রব্য বিক্রি হতেই সজাগ পুলিশ। গ্রেফতার করা হয়েছে মাদক বিক্রির পান্ডাকেও। আরসিন শেখ কোথা থেকে এই মাদকদ্রব্য নিয়ে এসেছিল তাও খতিয়ে দেখবে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মুর্শিদাবাদ জেলাকে মাদকশূন্য করা হবে। লালগোলা থেকে বহরমপুর, হরিহরপাড়া সর্বত্রই পুলিশ এই অভিযান চালিয়ে যাবে।