TRENDING:

ধানের জমিতে 'ওঁদের' তাণ্ডব, সাতসকালেই মারাত্মক দৃশ্য! মাথায় হাত গ্রামবাসীর

Last Updated:

সকালে গ্রামের লোকজন দেখেন, পলাশিয়া গ্রাম সহ বেশ কিছু এলাকায় ধানের জমিতে তাণ্ডব চলেছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর, শোভন দাসঃ সাতসকালেই মাথায় হাত! প্রবল দুশ্চিন্তায় মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া রেঞ্জের গুড়গুড়িপাল এলাকার পলাশিয়া গ্রামের বাসিন্দারা। ধানের জমিতে নেমে তাণ্ডব চালিয়েছে হাতির দল। বাচ্চা সহ সেই দলে মোট ১০টি হাতি ছিল বলে খবর।
ধানের জমিতে হাতির দল
ধানের জমিতে হাতির দল
advertisement

জানা যাচ্ছে, গতকাল রাতে খড়গপুরের দিক থেকে কংসাবতী নদী পেরিয়ে মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া রেঞ্জ এলাকায় ঢুকে পড়ে একটি হাতির দল। ৬টি বাচ্চা সহ সেই দলে মোট ১০টি হাতি ছিল বলে খবর। এরপর ধানের জমিতে নেমে তাণ্ডব চালায় গজরাজরা। সেই নিয়েই চিন্তায় পড়েছেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ ফুল তুলতে যাওয়াই কাল হল! বাড়ির কাছে উদ্ধার প্রৌঢ়ের র*ক্তাক্ত দেহ, পরিবারের দাবি…! ঘনাচ্ছে রহস্য

advertisement

আজ সকালে গ্রামের লোকজন দেখেন, পলাশিয়া গ্রাম সহ বেশ কিছু এলাকায় ধানের জমিতে হাতির পালের তাণ্ডব চলেছে। যদিও পরবর্তীতে সাধারণ মানুষ একত্রিত হয়ে ১০টি হাতির দলকে ধানের জমি থেকে তাড়িয়ে দেন। বর্তমানে চাঁদড়া রেঞ্জ এলাকার একটি জঙ্গলে গজরাজদের দল অবস্থান করছে বলে খবর।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এদিকে হাতির দলের এই তাণ্ডবের ফলে চিন্তা বেড়েছে এলাকাবাসীর। হাতির দলের হাত থেকে নিজেদের জমির ধান রক্ষা করতে পারবেন কিনা সেই নিয়ে সংশয়ে এলাকার মানুষ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ধানের জমিতে 'ওঁদের' তাণ্ডব, সাতসকালেই মারাত্মক দৃশ্য! মাথায় হাত গ্রামবাসীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল