এ বিষয়ে দোকানের বিক্রেতারা বলেন, তাঁদের কাছে সমস্ত ধরনের আবির রয়েছে। যেমন কমদামি আবির রয়েছে, তেমনই রয়েছে ভেষজ অবিরও। তবে বর্তমানে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে তাই ভেষজ আবির কেনার দিকেই বেশিরভাগ মানুষ ঝুঁকছেন। ভেষজ আবিরের বিক্রিও যথেষ্ট বেশি রয়েছে। এরই পাশাপাশি বিভিন্ন ধরনের নিত্যনতুন পিচকিরি ও সাজসরঞ্জাম দোল উৎসবে বেরিয়েছে। যা সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাইরাল।
advertisement
বেশিরভাগ মানুষ সেই সব জিনিস কিনতে পছন্দ করছেন। যেমন রয়েছে ইলেকট্রনিক গান , আবিরে সিলিন্ডার , আবিরের বোম, আবিরের মশাল-সহ সমস্ত ট্রেন্ডিং আইটেম বিক্রি হচ্ছে। কিন্তু এসবের মধ্যেও ভেষজ আবির কিনতে দেখা যাচ্ছে সকলকে।এ বিষয়ে ক্রেতা নিমাই চন্দ্র মণ্ডল বলেন, দোল উৎসবে তিনি ভেষজ আবির কিনেছেন। ভেষজ অবিরে কোনও সাইডএফেক্ট নেই সেই কারণে এই আবির কিনতেই তিনি পছন্দ করেন। কোনও ক্ষতি হয় না এই আবির থেকে। বরাবরই তাই তিনিই ভেষজ আবির কিনে থাকেন।
আরও পড়ুন : দোলের দিন এই সময়ের মধ্যে বাড়ির তুলসিতলায় পুঁতে দিন ১ জিনিস! বাস্তুদোষ দূর হয়ে ভাসবেন টাকার বন্যায়
দোল উৎসবের অন্যতম অংশ আবির। বিভিন্ন ভ্যারাইটি ও বিভিন্ন রঙের আবির দেখতে পাওয়া যায় উৎসবের এই সময়। জঙ্গলমহলের পুরুলিয়া জেলাতে ভেষজ আবিরের বিরাট চাহিদা রয়েছে। এখানে পলাশ ফুল , গাজর, পালং শাক-সহ নানা জিনিস দিয়ে তৈরি হয় আবির। এই আবিরের চাহিদাও যথেষ্ট রয়েছে। ধীরে ধীরে মানুষের মধ্যেও সচেতনতা বাড়ছে তাই কেমিক্যাল আবিরের তুলনায় ভেষজ আবির কিনতেই পছন্দ করছেন সকলে।