যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চলছে বহড়ু হাইস্কুলের মাঠের মঞ্চ তৈরি সহ জয়নগর থানার উওর দূর্গাপুর জলের ট্যাঙ্কের বিপরীতের মাঠে অস্থায়ী হেলিপ্যাড তৈরির কাজ ও। এই অস্থায়ী হেলিপ্যাডে হেলিকপ্টারের ট্রায়াল রান হয়ে গেল। এ দিন গঙ্গাসাগর থেকে একটি হেলিকপ্টারে করে উওর দূর্গাপুরের অস্থায়ী হেলিপ্যাডে নামেন প্রশাসনিক স্তরের একাধিক আধিকারিকরা। তাঁরা হেলিকপ্টার থেকে নেমে হেলিপ্যাডটি পরিদর্শন করেন। কথা বলেন জয়নগর থানার আই সি, জয়নগর ১নং বিডিও সহ একাধিক আধিকারিকদের সঙ্গে। আর এ দিনের এই হেলিকপ্টার দেখতে বহু উৎসুক মানুষ ভিড় জমিয়েছিল এই অস্থায়ী হেলিপ্যাডের মাঠে।
advertisement
আরও পড়ুনNorth 24 Parganas News: বাংলাদেশে চলছে ভোট, পেট্রাপোলে উধাও প্রতিদিনের চেনা ছবি
উল্লেখ্য,এর আগে গত ৪ ঠা জানুয়ারি এই প্রশাসনিক সভার কথা হলেও মুখ্যমন্ত্রীর শারিরীক অসুস্থতার কারণে তা পিছিয়ে যায়। আগামী ৮ ই জানুয়ারি সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়ার ডুমুরজলা থেকে হেলিকপ্টারে গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন৷ সেখানে রাত্রীবাস করে কপিল মুনির মন্দিরে পুজার্চনা সেরে পরের দিন, মঙ্গলবার গঙ্গাসাগর থেকে হেলিকপ্টারে জয়নগর থানার উওর দূর্গাপুরে পৌঁছবেন৷ সেখান থেকে সড়কপথে দুপুর একটা নাগাদ বহড়ু হাইস্কুলের মাঠে গিয়ে প্রশাসনিক সভা ও পরিষেবা প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন।
সুমন সাহা