মহালয়ায় বিগ বাজেটের পুজো মণ্ডপগুলির কাজ সম্পূর্ণ করে দেওয়ার শেষদিন ধার্য করেছে পুজো কমিটিগুলি। তবে শেষ মূহুর্তে শিল্পাঞ্চলে টানা বৃষ্টিপাতে থমকে গিয়েছে মণ্ডপ নির্মাণের কাজ। হাতে আর মাত্র পাঁচটা দিন। নির্দিষ্ট সময়ে কীভাবে কারুকার্যে ভরা বিশাল বিশাল থিম পুজোর মণ্ডপের কাজ সম্পূর্ণ হবে, সেই নিয়ে চিন্তিত পুজো উদ্যোক্তা থেকে মণ্ডপ শিল্পীরা।
advertisement
আরও পড়ুন : সংসারের চাপ, টানাটানি! হাজার দায়িত্বের মাঝে বাবার শেখানো কাজ আজ এনে দিয়েছে সচ্ছলতা
তবে মণ্ডপ শিল্পীরা দিনরাত এক করে এবং কর্মীদের সংখ্যা বাড়িয়ে নির্দিষ্ট সময়ে কাজ সম্পন্ন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদিও প্রতি বছরই এই সময় বৃষ্টিপাত হয়। তবে এই বছর পুজোর দিন অনেকটাই এগিয়ে এসেছে। চলতি মাসের শেষেই দুর্গাপুজো। ইতিমধ্যেই অন্যান্য বছরের তুলনায় এই বছর বিপুল পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এমনকি, পুজোতেও বৃষ্টির আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দফতর। শিল্পাঞ্চলে প্রায় ২০ টি বিগ বাজেটের পুজো হয়।
বিগ বাজেটের পুজো কমিটি গুলির কারুকার্যে ভরা ও বিশাল আকারের থিমের মণ্ডপ গড়তে প্রায় তিন-চার মাস সময় লাগে। সেই মত পুজোর অনেক আগেই মণ্ডপ নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে। পুজোগুলির বাজেট রয়েছে ১৫ লক্ষ থেকে প্রায় ৬০ লক্ষ টাকা পর্যন্ত। কিন্তু গত তিন মাসে ঘন ঘন ভারী বৃষ্টিপাত সহ মাঝে মধ্যেই টানা বৃষ্টিপাতে নির্মাণ কাজ বারংবার থমকে গিয়েছে।
আরও পড়ুন : পঞ্চকোট রাজপরিবারের গোপন দলিল, ছবি আর কাহিনী একত্রে! রাজবংশের বই যাচ্ছে লন্ডন পর্যন্ত
মণ্ডপ শিল্পী সহ নির্মাণ কর্মীরা জোরকদমে কাজ চালিয়ে যাছেন। এবার শিল্পাঞ্চল জুড়ে দেশ বিদেশ থেকে রাজ্যের ঐতিহ্যবাহী মন্দিরের অনুকরণে পুজোর মণ্ডপ গড়ে উঠছে। দুর্গাপুরের অন্যতম বিগ বাজেটের পুজো বুদ্ধবিহার সর্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক সৌগত বন্দ্যোপাধ্যায় জানান, এই পরিস্থিতিতে মণ্ডপের কাজ সম্পূর্ণ করতে জোরকদমে কাজ করেন মণ্ডপ শিল্পীরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কিন্তু দুদিন ধরে নিম্নচাপ থাকায় শিল্পীদের কাজে অনেকটাই ব্যাঘাত ঘটেছে। মহালয়াতে মণ্ডপ সম্পূর্ণ হবেনা। আরও কয়েকদিন সময় বেশি লাগবে। বিশিষ্ট মণ্ডপ শিল্পী সুতানু মাইতি বলেন, মণ্ডপের বাইরের প্রচুর কাজ এখনও বাকি। কিন্তু বৃষ্টিতে কাজ করা সম্ভব হচ্ছেনা। ভেতরের যেটুকু কাজ বাকি আছে সেটুকুই কাজ চলছে। তবে বৃষ্টির জন্য মহালয়ায় কাজ হ্যান্ডওভার করা যাবে না। আরও একটু সময় লাগবে। তবে এইভাবে নিম্নচাপ চলতে থাকলে সমস্যায় পড়তে হবে।