চাষের জমি সামাল দিতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে চাষিদের। এই তাপপ্রবাহের সঙ্গে লড়াই করতে গিয়ে শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। বিঘার পর বিঘা চাষের জমির ফসল নষ্ট হতে বসেছে বলেই জানাচ্ছেন চাষিরা। এমন পরিস্থিতিতে মাথায় হাত পড়েছে জেলার চাষীদের। তাই বাধ্য হয়ে, সূর্যের আলোতে নয়, রাত নামলে ফসল বাঁচাতে চাষের জমিতে কাজ করছেন দেগঙ্গার কৃষকরা।
advertisement
আরও পড়ুন: আনন্দ বদলে গেল বিষাদে! বিয়ের আগের রাতে পুড়ে ছাই মণ্ডপ, একটুর জন্য…
এখানে মাথায় টর্চ লাগিয়ে চলছে কৃষিকাজ। ইতিমধ্যে এই রাতের চাষাবাদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। হাবড়া, অশোকনগর সহ জেলার নানা জায়গার ছবিটা প্রায় একইরকম। মাঠের পর মাঠ তীব্র তাপে সবজির পাশাপাশি শুকচ্ছে পাট, পটল। এখন এই পরিস্থিতিতে অবশিষ্ট ফসল বাঁচাতে রাতেই কৃষিকাজের সিদ্ধান্ত নিয়েছেন চাষিরা।
রুদ্রনারায়ণ রায়