জন্ম থেকেই শরীরের ভেতরের সব কিছু উল্টো অবস্থায় থাকে। যেমন হার্ট থাকার কথা মানুষের বুকের বাম দিকে, কিন্তু এই ক্ষেত্রে হার্ট রয়েছে বুকের ডান দিকে। এমনকি বৃহদান্ত্র থেকে অন্যান্য প্রতঙ্গ উল্টোদিকে অবস্থান। নদিয়ার চাকদহের বাসিন্দা ৬২ বছর বয়সী আরতী গুহ চৌধুরী পেটে ব্যাথা ও রক্তপ্লতা নিয়ে কল্যাণী জেএনএম হাসপাতালে চিকিৎসা করাতে আসেন। প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষা করার পর হাসপাতালের শল্য চিকিৎসক পি কে মোহন্ত জানতে পারেন বিরল রোগের কথা।
advertisement
এরপর হাসপাতালে তাকে ভর্তি করে প্রায় দু ঘণ্টা ৩০ মিনিটের প্রচেষ্টায় সাত সদস্যের চিকিৎসক দল বৃহদান্ত্রের বিরল অস্ত্রপ্রচার করেন। যেহেতু সব কিছু শরীরের ভেতরে উল্টোদিকে সেহেতু অত্যন্ত ঝুঁকিপূর্ণ অস্ত্রপ্রচার। আপাতত রোগিনী সুস্থ ও স্থিতিশীল। স্বাভাবিকভাবেই এর আগে এই ধরনের অপারেশন সরকারি হাসপাতালে খুব একটি চোখে পড়েনি বলেই জানা যায়। বিনা ব্যয়ে সরকারি হাসপাতালে এই চিকিৎসা পেয়ে খুশি রোগীও তার পরিবার।
Mainak Debnath