হলদিয়ায় পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে সেই মহিলা স্বাস্থ্য কর্মীর। হলদিয়ার মঞ্জুশ্রী মোড় থেকে সিটি সেন্টার যাওয়ার রাস্তায় ট্যাংকার চাপা পড়ে মৃত্যু হয়েছে শিবানী মাইতি নামে একজন স্বাস্থ্য কর্মীর। জানা গিয়েছে, হলদিয়ার তেতুলিবেড়িয়া স্বাস্থ্য কেন্দ্রে ডিউটি শেষ করে রোজকার মতো নিজেই স্কুটার চালিয়ে বাড়ি ফিরছিলেন শিবানী মাইতি সাঁতরা। কিন্তু এদিন বৃষ্টি ভেজা রাস্তাই কাল হল তাঁর জন্য।
advertisement
আরও পড়ুন- ভাগীরথীর ওপরে গৌরাঙ্গ সেতুতে ফাটল, তীব্র চাঞ্চল্য নবদ্বীপে
গত কয়েকদিন ধরেই রাজ্যজুড়ে ব্যাপক বৃষ্টি হচ্ছে। এদিন বৃষ্টি ভেজা পিচ্ছিল রাস্তায় হঠাৎই বেসামাল হয়ে স্কুটার থেকে উল্টে পড়ে যান বছর ৩৮-এর শিবানীদেবী। সেই সময়ই পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্যাংকার গাড়ি তাঁকে চাপা দেয়। ছিন্নভিন্ন হয়ে যায় তাঁর শরীর। ঘটনাস্থলেই তাঁর মর্মান্তিক মৃত্যু হয়। জানা গিয়েছে, ওই স্বাস্থ্যকর্মীর বাড়ি কল্যাণপুরে। এমন মর্মান্তিক দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া।