নিয়মিত কয়েকটি পাতা বা রস খেলে ধারে কাছে ঘেঁষতে দেয় না পেটের সমস্যা। এক কথায় পেট ভাল রাখতে থানকুনির জুড়ি নেই। কৃমি দূর করতে এবং সর্দি- কাশিতেও বেশ কার্যকরী ভূমিকা রাখে। পেটের সমস্যা দূর করে এবং একই সঙ্গে ত্বক ভাল রাখে থানকুনি পাতা।
advertisement
এই পাতায় রয়েছে প্রচুর পরিমাণে খনিজ এবং বিভিন্ন উপকারী উপাদান। পেটের আমাশয় সমস্যার পক্ষেও দারুন কার্যকরী। নিয়মিত থানকুনি পাতা খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে। তবে অতিরিক্ত মাত্রা হলে ত্বকে সমস্যা দেখা দিতে পারে।
চুলের সমস্যা মেটাতেও থানকুনি কার্যকরী ভূমিকা পালন করে। অল্পতে ঠান্ডা লাগার সমস্যা থাকলে সেই সমস্যা সমাধানেও থানকুনির উপকারী গুণ রয়েছে।এছাড়াও হজম শক্তি বাড়াতে সাহায্য করে থানকুনি। পাশপাশি রক্ত ভাল রাখতে বা রক্তের দূষণ কমাতে সাহায্য করে। লিভারের সমস্যা মেটাতে দারুন কার্যকরী থানকুনি।
আরও পড়ুনVaastu tips: অফিসে ঠাকুরের ছবি? বাস্তু নিয়ম না জানলে বিপদ
এ প্রসঙ্গে ডা: সৌরেন্দু শেখর বিশ্বাস জানান, থানকুনি’র বেশ কিছু উপকারী গুণ মানুষের জানা। তবে এই পাতা ত্বকের জন্য মহা ঔষধি। নিয়ম মেনে থানকুনি পাতা বা রস খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
একই সঙ্গে লিভার ভাল থাকবে। শরীর সতেজ হবে। থানকুনি পাতার দুই চামচ করে রস। সপ্তাহে দুই থেকে তিন দিন খেলে উপকার পাওয়া যাবে।
রাকেশ মাইতি
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F





