TRENDING:

স্কুল থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাড়ধাক্কা! কাঠগড়ায় পরিচালন কমিটির সভাপতি, প্রকাশ্যে CCTV ফুটেজ

Last Updated:

School Teacher: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অভিযোগ, পরিচালন কমিটির সভাপতি হঠাৎ বিদ্যালয়ে এসে একটি কাগজে সই করে রিসিভ করে নেওয়ার দাবি জানান। সেটি রিসিভ না করায় তাঁকে ঘাড়ধাক্কা দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা, বিশ্বজিৎ হালদারঃ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাড়ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দেওয়ার অভিযোগ। বিদ্যালয়েরই পরিচালন কমিটির সভাপতির বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে।
সিসিটিভি ফুটেজের দৃশ্য
সিসিটিভি ফুটেজের দৃশ্য
advertisement

জানা যাচ্ছে, বিদ্যালয়ের দেওয়া সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাড়ধাক্কা দিয়ে স্কুলের বাইরে বের করে দিচ্ছেন স্কুলেরই পরিচালন কমিটির সভাপতি ত্রিদিব বারুই। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অভিযোগ, বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি ত্রিদিব বারুই হঠাৎ বিদ্যালয়ে এসে একটি কাগজে সই করে রিসিভ করে নেওয়ার দাবি জানান। সেই কাগজটি রিসিভ না করায় তাঁকে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সামনেই ঘাড়ধাক্কা দিয়ে টানতে টানতে বিদ্যালয় থেকে বের করে দিয়ে গেট বন্ধ করে দেওয়া হয়।

advertisement

আরও পড়ুনঃ কাজের প্রলোভনে পা দিয়ে চরম সর্বনাশ! গৃহবধূর উপর প্রতিবেশীর নির্যাতন! গ্রেফতার অভিযুক্ত

কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃণাল কান্তি পাল আরও জানান, এই প্রথম নয়, এর আগেও কয়েকবার তাঁর উপর অসঙ্গতিসম্পন্ন দাবিদাওয়া নিয়ে চড়াও হওয়ার ঘটনা ঘটেছে। আজকের ঘটনার জেরে অসুস্থ হয়ে বর্তমানে কাকদ্বীপ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসপাতালে থাকার কারণে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো সম্ভব হয়নি। তবে হাসপাতাল থেকে বেরিয়ে থানায় লিখিত কমপ্লেন করবেন বলে জানিয়েছেন তিনি। যদিও বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি ত্রিদিব বারুই বিষয়টি স্বীকার করেননি। তিনি জানিয়েছেন, তিনি একটি অভিযোগ নিয়ে স্কুলে গিয়েছিলেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাঁকেই মারধর করেছেন।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্কুল থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাড়ধাক্কা! কাঠগড়ায় পরিচালন কমিটির সভাপতি, প্রকাশ্যে CCTV ফুটেজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল