পূর্ব মেদিনীপুরের মহিষাদলের বিষ্ণুপদ ঘোড়ুই। মোটে দেড়শো টাকা খরচ করে কোটিপতি হয়ে গিয়েছেন তিনি। কাঞ্চনপুর জালপাই এলাকার বাসিন্দা বিষ্ণুপদর সংসার চলে চাষবাস করে। তিনি জানিয়েছেন, রবিবার সকালে কাজে যাওয়ার পথে মহিষাদলের গাডুহাটায় একটি লটারির দোকান থেকে দেড়শো টাকা দিয়ে টিকিট কেটেছিলেন। তাতেই ভাগ্যবদল! কাজ সেরে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে বিষ্ণুপদ জানতে পারেন, লটারিতে ১ কোটি টাকার প্রথম পুরস্কার জিতেছেন। কোটি টাকা ঘরে আসার খবর পেয়ে ভয়ে সোজা মহিষাদল থানায় ছোটেন তিনি। থানার আধিকারিকদের কাছে গোটা বিষয়টি জানিয়ে নিরাপত্তার আর্জিও জানান। তাঁর আবেদনে শুনে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে বিষ্ণুপদকে।
advertisement
আরও পড়ুন: দেহ লোপাট করতে প্রাক্তন নৌসেনা কর্মীকে করাত দিয়ে কাটে স্ত্রী ও ছেলে! বারুইপুরে হাড়হিম কাণ্ড
পুলিশ সূত্রে খবর, কোটি টাকা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার না করা পর্যন্ত পুলিশি নিরাপত্তার আবেদন করেছেন বিষ্ণুপদ। রবিবারের রাত মহিষাদল থানায় কাটিয়েছেন বিষ্ণুপদ। তাঁর সঙ্গে থানায় হাজির ছিলেন আত্মীয়-পরিজনেরাও।
বিষ্ণুপদ বলেন, "সকালে কাজে যাওয়ার সময় একটা লটারির টিকিট কেটেছিলাম। সন্ধ্যায় কাজ থেকে ফিরে শুনি, ১ কোটি টাকার প্রাইজ় জিতেছি। এই প্রথম বার লটারির টিকিট কিনেছিলাম। তবে খুব ভয় করছে। তাই প্রশাসনের থেকে সুরক্ষা পাওয়ার জন্য থানায় আসা। পুলিশ বলেছে, যতক্ষণ এই থানার এলাকায় থাকব, ততক্ষণ আমাকে সুরক্ষা দেবেন।"
তাঁর টিকিটে কোটি টাকার পুরস্কার জেতায় খুশি গাডুহাটার লটারি বিক্রেতা শ্যামলকুমার মাইতি। তিনি বলেন, ‘‘আমার কাস্টমার ১ কোটির টাকার প্রথম পুরস্কার পেয়েছেন। তবে যতক্ষণ সে টাকা পাওয়া না যায়, পুলিশ-প্রশাসন তাঁর নিরাপত্তার ব্যবস্থা করবে বলে আশ্বাস দিয়েছে।’’