কারওর চায়ের দোকান, কারওর আবার খাবারের দোকান। মেদিনীপুর শহরের অলিতে গলিতে একাধিক ছোট ছোট দোকানে চলত বেচাকেনা। তবে সেই জায়গা দখলমুক্ত করতে চাইছে প্রশাসন। তাঁদের জন্য বিকল্প ব্যবস্থা তৈরি করার আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে পথে নামল হকাররা। মেদিনীপুর শহরের প্রাণকেন্দ্র কলেজ কলেজিয়েট ময়দান রোডের হকারদের রাস্তার পাশ থেকে তুলে অন্যত্র ডিআই অফিসের গলিতে পুনর্বাসন দেওয়ার কাজ মেদিনীপুর পুরসভার তরফে শুরু করা হয়।
advertisement
আরও পড়ুন: শুধু উচ্ছেদ নয়, মালদহে পুনর্বাসন দেওয়া হবে হকারদের
এরপরই মেদিনীপুর শহরে শুরু হয় হকারদের বিক্ষোভ। মেদিনীপুর কলেজ রোড অবরোধ করেন ক্ষুব্ধ ও অনিচ্ছুক হকাররা। হকারদের দাবি, যেখানে তাঁদের পুনর্বাসনের সিদ্ধান্ত নিয়েছে পুরসভা, সেখানে কোনওভাবেই ব্যবসা করা সম্ভব নয়। তাঁরা চান মূল রাস্তার পাশেই তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করুক পুর কর্তৃপক্ষ। এরই প্রতিবাদে এদিন রাস্তায় বসে বিক্ষোভ দেখান হকাররা।
প্রসঙ্গত হকারদের নিয়ে মহকুমাশাসক দফতরে আলোচনা হয় মঙ্গলবার। এরপরই বুধবার হকারদের অন্যত্র সরানোর কাজ শুরু করা হয়। প্রশাসনের কর্মকর্তারা এলে বিক্ষোভ দেখান হকাররা। মুখ্যমন্ত্রীর নির্দেশ মত শহর যানজট মুক্ত রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
রঞ্জন চন্দ