TRENDING:

দিন কয়েক নিখোঁজ থাকার পর বারুইপুরে খাল থেকে উদ্ধার হকারের মৃতদেহ, শোকে বিহ্বল পরিবার

Last Updated:

দিন কয়েক নিখোঁজ থাকার পর উদ্ধার হল নিখোঁজ হকারের মৃতদেহ। ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বারুইপুর. দক্ষিণ ২৪ পরগনা, অর্পন মণ্ডল: দিন কয়েক নিখোঁজ থাকার পর উদ্ধার হল নিখোঁজ হকারের মৃতদেহ। ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি কীভাবে ওই হকারের মৃত্যু হল তা নিয়েও নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
হকারের দেহ উদ্ধার বারুইপুরে
হকারের দেহ উদ্ধার বারুইপুরে
advertisement

শনিবার থেকে নিখোঁজ থাকার পর হকারের মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। মঙ্গলবার সকালে নিখোঁজ ওই হকারের মৃতদেহ উদ্ধার হয় একটি খাল থেকে। যার মৃতদেহ উদ্ধার হয়েছে তিনি হলেন ২৯ বছর বয়সী ফিরোজ লস্কর। তিনি বারুইপুর থানার অন্তর্গত মল্লিকপুর ফরিদপুর লস্কর পাড়ার বাসিন্দা।

আরও পড়ুন: মাশরুমের আচার-কাসুন্দি আরও অনেককিছু! সুস্বাদু পণ্য বানানোর নতুন বিজনেস আইডিয়া মহিলাদের জন্য, লাভ অনেক

advertisement

জানা গিয়েছে, মৃত ওই যুবক শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন। খোঁজাখুঁজির পর তাকে যখন কোথাও খুঁজে পাওয়া যায়নি তখন সোমবার পরিবারের লোকজন বারুইপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন। আর এরপরই মঙ্গলবার সকালবেলায় দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত মল্লিকপুর আগনা কাটাখালে যুবকের মৃতদেহ ভাসতে দেখা যায়। তারপর খবর দেওয়া হয় পুলিশকে এবং পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ খতিয়ে দেখছে এমন ঘটনার পিছনে ঠিক কী রয়েছে।

advertisement

আরও পড়ুন: দেওয়াল কেটে অভিনব কায়দায় বিদ্যুৎ চুরি! দেখেই ‘থ’ আধিকারিকারা! তারপর যা ঘটল মুর্শিদাবাদে

সেরা ভিডিও

আরও দেখুন
সংসারের হাল ধরতে গৃহবধূ এখন টোটো চালক! গ্রামবাসীদের ভরসার জায়গা শ্যামলী
আরও দেখুন

পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার দোকান খোলার জন্য ফিরোজ বাড়ি থেকে বের হওয়ার পর স্থানীয় এক যুবক আলতাফের মোটরবাইকে চড়ে গিয়েছিলেন নেশা করার জন্য। আর তারপর থেকে কোনওরকম খোঁজ পাওয়া যাচ্ছিল না। তবে তার সঙ্গে কোনওরকম কারও শত্রুতা ছিল কিনা তা পরিবারের সদস্যরা জানেন না বলেই দাবি করছেন। যদিও পরিবারের সদস্যদের সন্দেহের তালিকায় আলতাফকেই রাখা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দিন কয়েক নিখোঁজ থাকার পর বারুইপুরে খাল থেকে উদ্ধার হকারের মৃতদেহ, শোকে বিহ্বল পরিবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল