TRENDING:

রেলযাত্রীদের জন্য বড় খবর! শিগগিরি বারাসাত-হাসনাবাদ শাখায় ডবল লাইনে ছুটবে ট্রেন, রেললাইন ও স্টেশন পরিদর্শনে রেল আধিকারিকেরা

Last Updated:

Indian Railways: হাসনাবাদ-শিয়ালদা শাখার চাপাপুকুর স্টেশন থেকে হাসনাবাদ পর্যন্ত রেল লাইনের ডাবল লাইন করার সিদ্ধান্ত নিয়েছে রেল দফতর। সেই মতো রেল দফতরের আধিকারিকরা চাপাপুকুর থেকে হাসনাবাদ পর্যন্ত রেললাইন এবং স্টেশনগুলি পরিদর্শন করলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাসনাবাদ, উত্তর ২৪ পরগনা, অনুপম সাহা: বহু বছরের চাহিদা পূরণ হতে চলেছে কয়েক লক্ষ মানুষের। হাসনাবাদ-শিয়ালদা শাখার চাপাপুকুর স্টেশন থেকে হাসনাবাদ পর্যন্ত রেল লাইনের ডাবল লাইন করার সিদ্ধান্ত নিয়েছে রেল দফতর। এবং সেই মতো রেল দফতরের আধিকারিকরা চাপাপুকুর থেকে হাসনাবাদ পর্যন্ত রেললাইন এবং স্টেশনগুলি পরিদর্শন করলেন।
চাপাপুকুর স্টেশন থেকে হাসনাবাদ পর্যন্ত ডবল লাইন
চাপাপুকুর স্টেশন থেকে হাসনাবাদ পর্যন্ত ডবল লাইন
advertisement

শিয়ালদা থেকে হাসনাবাদ পর্যন্ত রেললাইন বহুদিনের। রেলের উন্নতি ঘটেছে প্রচুর। কিন্তু চাপাপুকুর থেকে হাসনাবাদ পর্যন্ত রেললাইন ছিল সিঙ্গেল লাইনের। যার ফলে ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়তে হত নিত্যযাত্রীদের।

আরও পড়ুনঃ অজানা জ্বরে কাবু! ডেঙ্গি আতঙ্ক মিনাখাঁয়, স্বাস্থ্য দফতরের উদ্যোগে গ্রামেই খুলল…! খুশি সকলে

এই সিঙ্গেল রেললাইনকে ডবল লাইন করার দাবি সাধারণ মানুষ জানিয়ে আসছে বিগত কয়েক বছর ধরে। কিন্তু রেল দফতর এতদিন তা কর্ণপাত করেনি। কিন্তু এবার নড়েচড়ে বসল রেল। অবশেষ চাপাপুকুর থেকে হাসনাবাদ পর্যন্ত ডবল লাইন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় রেল। এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী চাপাপুকুর থেকে হাসনাবাদ পর্যন্ত স্টেশনগুলি পরিদর্শনে আসেন রেলের আধিকারিকরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উঠতি ফুটবলারদের জন্য দারুণ মঞ্চ! কাটোয়ায় শুরু শতাব্দী প্রাচীন ফুটবল টুর্নামেন্ট
আরও দেখুন

রেল দফতরের এই সিদ্ধান্তে খুশি এলাকার মানুষ। কারণ এই শাখার ডাবল লাইন হলে এই লাইনে ট্রেনের সংখ্যা বাড়বে। ট্রেনের সময় লাগবে কম। যার ফলে খুশি এই এলাকার কয়েক লক্ষ মানুষ। রেল সূত্রে খবর। বারাসাত-হাসনাবাদ শাখার এই অংশের ডবল লাইনেই কাজ খুব দ্রুত শুরু হবে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রেলযাত্রীদের জন্য বড় খবর! শিগগিরি বারাসাত-হাসনাবাদ শাখায় ডবল লাইনে ছুটবে ট্রেন, রেললাইন ও স্টেশন পরিদর্শনে রেল আধিকারিকেরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল