শিয়ালদা থেকে হাসনাবাদ পর্যন্ত রেললাইন বহুদিনের। রেলের উন্নতি ঘটেছে প্রচুর। কিন্তু চাপাপুকুর থেকে হাসনাবাদ পর্যন্ত রেললাইন ছিল সিঙ্গেল লাইনের। যার ফলে ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়তে হত নিত্যযাত্রীদের।
আরও পড়ুনঃ অজানা জ্বরে কাবু! ডেঙ্গি আতঙ্ক মিনাখাঁয়, স্বাস্থ্য দফতরের উদ্যোগে গ্রামেই খুলল…! খুশি সকলে
এই সিঙ্গেল রেললাইনকে ডবল লাইন করার দাবি সাধারণ মানুষ জানিয়ে আসছে বিগত কয়েক বছর ধরে। কিন্তু রেল দফতর এতদিন তা কর্ণপাত করেনি। কিন্তু এবার নড়েচড়ে বসল রেল। অবশেষ চাপাপুকুর থেকে হাসনাবাদ পর্যন্ত ডবল লাইন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় রেল। এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী চাপাপুকুর থেকে হাসনাবাদ পর্যন্ত স্টেশনগুলি পরিদর্শনে আসেন রেলের আধিকারিকরা।
advertisement
রেল দফতরের এই সিদ্ধান্তে খুশি এলাকার মানুষ। কারণ এই শাখার ডাবল লাইন হলে এই লাইনে ট্রেনের সংখ্যা বাড়বে। ট্রেনের সময় লাগবে কম। যার ফলে খুশি এই এলাকার কয়েক লক্ষ মানুষ। রেল সূত্রে খবর। বারাসাত-হাসনাবাদ শাখার এই অংশের ডবল লাইনেই কাজ খুব দ্রুত শুরু হবে।