Dengue Fear: অজানা জ্বরে কাবু! ডেঙ্গি আতঙ্ক মিনাখাঁয়, স্বাস্থ্য দফতরের উদ্যোগে গ্রামেই খুলল...! খুশি সকলে
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Dengue Fear in Minakhan: মিনাখাঁর জয়গ্রামে অজানা জ্বরে আক্রান্তের হিড়িক। ইতিমধ্যেই প্রায় ১৫ জন বাসিন্দা জ্বরে আক্রান্ত হওয়ায় ডেঙ্গি আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রামজুড়ে। তড়িঘড়ি খোলা হল অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প। পরিদর্শনে এলেন স্বাস্থ্য দফতরের কর্মীরা।
মিনাখাঁ, উত্তর ২৪ পরগনা, জুলফিকার মোল্যা: ডেঙ্গি আতঙ্ক গ্রাস করেছে মিনাখাঁর জয়গ্রাম। তাই এবার গ্রামেই খুলল মেডিক্যাল ক্যাম্প – পরিদর্শনে স্বাস্থ্য দফতর। মিনাখাঁর জয়গ্রাম এলাকা জুড়ে অজানা জ্বরে আক্রান্তের হিড়িক। ইতিমধ্যেই প্রায় ১৫ জন বাসিন্দা জ্বরে আক্রান্ত হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রামজুড়ে। একসঙ্গে এতজনের অসুস্থ হয়ে পড়ায় ডেঙ্গি সংক্রমণের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না স্থানীয়রা।
পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নিয়েছে উত্তর ২৪ পরগনার মিনাখাঁ ব্লক স্বাস্থ্য দফতর। এদিন এলাকাতেই খোলা হয় অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প। জ্বর আক্রান্তদের রক্ত পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা প্রদানের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগও নেওয়া হয়েছে। এদিন স্বাস্থ্য দফতরের একাধিক কর্মী গ্রাম ঘুরে দেখেন।
আরও পড়ুনঃ মাথাভাঙ্গায় বন্য শূকরের হামলায় মৃত ২ পরিবারের পাশে বন দফতর! দেওয়া হল ৫ লক্ষ টাকার চেক, মিলল চাকরির আশ্বাস
নোংরা জায়গা পরিষ্কার রাখা, জমে থাকা জল সরানো, ও ডেঙ্গির লক্ষণ সম্পর্কে স্থানীয়দের সচেতন করেন তারা। একইসঙ্গে আক্রান্তদের পরিবারের খোঁজখবরও নেন স্বাস্থ্যকর্মীরা। স্থানীয় এক বাসিন্দা জানান, ‘একসঙ্গে এতজন জ্বরে পড়ে যাওয়ায় আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। এখন ক্যাম্প বসায় কিছুটা নিশ্চিন্ত হয়েছি’।
advertisement
advertisement

মিনাখাঁ গ্রামীণ হাসপাতাল
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ডেঙ্গি প্রতিরোধে দ্রুত উদ্যোগ নেওয়ায় এলাকায় স্বস্তির হাওয়া ফিরছে ধীরে ধীরে। পাশাপাশি স্বাস্থ্য দফতরের তরফে আগামী কয়েকদিন এলাকায় নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা অভিযানও চলবে বলে জানানো হয়েছে। গ্রামে জমে থাকা জল ও আবর্জনা অপসারণে স্থানীয় পঞ্চায়েতকে সাহায্যের হাত বাড়াতে অনুরোধ করা হয়েছে। সকলে মিলে সংক্রমণ রুখতে উদ্যোগী হলে, দ্রুতই জয়গ্রাম জ্বর আতঙ্ক থেকে মুক্ত হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
October 10, 2025 9:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dengue Fear: অজানা জ্বরে কাবু! ডেঙ্গি আতঙ্ক মিনাখাঁয়, স্বাস্থ্য দফতরের উদ্যোগে গ্রামেই খুলল...! খুশি সকলে