আরও পড়ুন: দুয়ারে সরকার, লক্ষ্মীর ভান্ডারের প্রশংসায় জিতেন্দ্র! চাপে পড়তেই ভোলবদল
জানা যায়, বাড়ি মেরামতি হচ্ছে, তাই রাতে বারান্দায় শুয়েছিলেন গৃহবধূ। তিনি একাই ছিলেন, স্বামী কাজে গিয়েছিলেন মাছের ভেড়িতে! অভিযোগ, ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে প্রতিবেশী ঢুকে পড়ে বাড়িতে! মহিলাকে একা পেয়ে খুনের হুমকি দিয়ে শারীরিক অত্যাচার চালায়, ধর্ষণ করে। স্বামী বাড়ি ফিরলে তাঁকে গোটা ঘটনা খুলে বলেন গৃহবধূ। এর পর, নির্জাতিতার স্বামী হাসনাবাদ থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। পালানোর চেষ্টার সময় অভিযুক্ত চৈতন্য লায়াকে হাসনাবাদ ফেরিঘাট থেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশি হেপাজাত চেয়ে তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।
advertisement
আরও পড়ুন: নৃশংস! চায়ের দাম চাওয়ায় এক কেটলি ফুটন্ত চা ঢেলে দেওয়া হল চা-বিক্রেতার গায়ে
অন্যদিকে, এদিন বীরভূমে দেহ ব্যবসায় নামতে না চাওয়ায় মহিলার মাথার চুল চেঁছে দেওয়া হল ক্ষুর দিয়ে। অভিযোগের তির নির্যাতিতার শ্বশুরবাড়ির দিকে। শুধু চুল চেঁছে দেওয়াই নয়, প্রায়ই মহিলাকে তুমুল মারধর করা হতো বলেও অভিযোগ উঠেছে। সমস্ত অভিযোগই শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনা বীরভূমের (Birbhum) আহমেদপুর এলাকার। ঘটনার পরে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ওই মহিলা। বর্তমানে আশ্রয় নিয়েছে তার আত্মীয়ের বাড়িতে। পুলিশের দ্বারস্থ হওয়া মাত্রই গ্রেফতার অভিযুক্ত শ্বশুর ও ওই মহিলার স্বামী। বর্তমানে ধৃতরা জেল হেফাজতে।