পূর্ব বর্ধমানের জামালপুর থেকে এক যুবককে গ্রেফতার করল হরিয়ানা পুলিশ। ধৃতের নাম শেখ সুমন। জামালপুরের রামনাথপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। হরিয়ানায় সে সোনা রুপোর কাজ করত। সেখান থেকে সে লক্ষাধিক টাকার সোনা হাতিয়ে নিয়ে চলে আসে বলে অভিযোগ।
হরিয়ানা রোটক সিটি এলাকায় সোনা রুপোর কাজ করতে গিয়ে লক্ষাধিক টাকার সোনা হাতিয়ে নিয়ে জামালপুরের রামনাথপুরে চলে আসে এক যুবক। জামালপুর থানার পুলিশের সাহায্য নিয়ে হরিয়ানার পুলিশ বুধবার ভোরে ওই যুবককে গ্রেফতার করেছে জামালপুরের রামনাথপুর সংলগ্ন এলাকা থেকে। যুবকের নাম শেখ সুমন।
advertisement
জামালপুর থানা সূত্রে জানা গেছে, আট বছর আগে রামনাথপুর এলাকার এক যুবক শেখ সুমন হরিয়ানা এলাকার রোটাক সিটি এলাকায় গয়না তৈরির কাজে গিয়েছিল। দীর্ঘদিন ধরে ওই রোটাক সিটিতে একটি দোকান করে বিভিন্ন দোকান থেকে সোনা নিয়ে এসে ডিজাইনের কাজ করতো শেখ সুমন। হঠাৎ করে পূর্ব বর্ধমানের জামালপুরের রামনাথপুর এলাকার ওই যুবক গত ১০ ফেব্রুয়ারি লক্ষাধিক টাকার সোনা হাতিয়ে নিয়ে চলে আসে।
এই ঘটনা জানাজানি হওয়ার পরেই হরিয়ানা পুলিশের কাছে রোটাক সিটি এলাকার কয়েকজন স্বর্ণ ব্যবসায়ী লিখিতভাবে অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের তদন্ত নেমে ভিন রাজ্যের অর্থাৎ হরিয়ানা পুলিশ জামালপুর থানায় এসে উপস্থিত হয়। জামালপুর থানার পুলিশের সহায়তা নিয়ে বুধবার ভোরেই গ্রেফতার করা হয় ওই যুবককে। বুধবার দুপুর বারোটা নাগাদ জামালপুর থানা থেকে বর্ধমান আদালতে নিয়ে যাওয়া হয় পুলিশের তরফ থেকে আরও জানানো হয়েছে, ট্রানজিট রিমান্ড নিয়ে হরিয়ানায় নিয়ে যাওয়া হবে ওই যুবককে।