TRENDING:

Bangla News: শেষরক্ষা আর হল না! ঘরে ঢুকে যা করল হরিয়ানার পুলিশ, জানলে ভয়ে কাঁপবেন

Last Updated:

Bangla News: সুদূর হরিয়ানা থেকে সোনা হাতিয়ে এসেও শেষ রক্ষা হল না। পূর্ব বর্ধমানের জামালপুর থেকে এক যুবককে গ্রেফতার করল হরিয়ানা পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান: সুদূর হরিয়ানা থেকে সোনা হাতিয়ে এসেও শেষ রক্ষা হল না। খুঁজে খুঁজে বাড়িতে এল হরিয়ানার পুলিশ। সেখান থেকে গ্রেফতার করে নিয়ে গেল তাকে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পূর্ব বর্ধমান জেলায়। হরিয়ানার পুলিশ দেখে হতবাক এলাকার বাসিন্দারা।
শেষ রক্ষা হল না, ঘরে এলো হরিয়ানার পুলিশ, কেন?
শেষ রক্ষা হল না, ঘরে এলো হরিয়ানার পুলিশ, কেন?
advertisement

পূর্ব বর্ধমানের জামালপুর থেকে এক যুবককে গ্রেফতার করল হরিয়ানা পুলিশ। ধৃতের নাম শেখ সুমন। জামালপুরের রামনাথপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। হরিয়ানায় সে সোনা রুপোর কাজ করত। সেখান থেকে সে লক্ষাধিক টাকার সোনা হাতিয়ে নিয়ে চলে আসে বলে অভিযোগ।

হরিয়ানা রোটক সিটি এলাকায় সোনা রুপোর কাজ করতে গিয়ে লক্ষাধিক টাকার সোনা হাতিয়ে নিয়ে জামালপুরের রামনাথপুরে চলে আসে এক যুবক। জামালপুর থানার পুলিশের সাহায্য নিয়ে হরিয়ানার পুলিশ বুধবার ভোরে ওই যুবককে গ্রেফতার করেছে জামালপুরের রামনাথপুর সংলগ্ন এলাকা থেকে। যুবকের নাম শেখ সুমন।

advertisement

আরও পড়ুন-আর ঘরে ঘরে লাগাতে হবে না AC! ‘এটি’ লাগালেই গোটা বাড়ি ৫ মিনিটে কনকনে ঠান্ডা, বাঁচবে মোটা টাকা, তীব্র গরমেও থাকবেন সুপারকুল

জামালপুর থানা সূত্রে জানা গেছে, আট বছর আগে রামনাথপুর এলাকার এক যুবক শেখ সুমন হরিয়ানা এলাকার রোটাক সিটি এলাকায় গয়না তৈরির কাজে গিয়েছিল। দীর্ঘদিন ধরে ওই রোটাক সিটিতে একটি দোকান করে বিভিন্ন দোকান থেকে সোনা নিয়ে এসে ডিজাইনের কাজ করতো শেখ সুমন। হঠাৎ করে পূর্ব বর্ধমানের জামালপুরের রামনাথপুর এলাকার ওই যুবক গত ১০ ফেব্রুয়ারি লক্ষাধিক টাকার সোনা হাতিয়ে নিয়ে চলে আসে।

advertisement

আরও পড়ুন-না জুটেছে বাবার আদর, না স্বামীর সোহাগ! অল্প বয়সেই বিধবা, একাধিক পুরুষসঙ্গীর থেকেও মেলেনি সুখ! নরকযন্ত্রণায় জীবন ছারখার নায়িকার, বলুন তো কে?

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই ঘটনা জানাজানি হওয়ার পরেই হরিয়ানা পুলিশের কাছে রোটাক সিটি এলাকার কয়েকজন স্বর্ণ ব্যবসায়ী লিখিতভাবে অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের তদন্ত নেমে ভিন রাজ্যের অর্থাৎ হরিয়ানা পুলিশ জামালপুর থানায় এসে উপস্থিত হয়। জামালপুর থানার পুলিশের সহায়তা নিয়ে বুধবার ভোরেই গ্রেফতার করা হয় ওই যুবককে। বুধবার দুপুর বারোটা নাগাদ জামালপুর থানা থেকে বর্ধমান আদালতে নিয়ে যাওয়া হয় পুলিশের তরফ থেকে আরও জানানো হয়েছে, ট্রানজিট রিমান্ড নিয়ে হরিয়ানায় নিয়ে যাওয়া হবে ওই যুবককে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: শেষরক্ষা আর হল না! ঘরে ঢুকে যা করল হরিয়ানার পুলিশ, জানলে ভয়ে কাঁপবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল