জানা গিয়েছে, গত ২৫ অগস্ট রাতের দিকে বীহারিয়া এলাকায় ঘুরে বেড়াতে দেখা যায় শকুন্তলা দেবীকে। তার বাড়ি বিহার রাজ্যের পাটনা জেলার মনির থানার আদল চকে। মানসিক অসুস্থতার কারণে তিনি নিজের পরিচয় স্পষ্টভাবে জানাতে পারছিলেন না। পুলিশ সূত্রে জানা যায়, ওই মহিলাকে উদ্ধার করে তার পরিচয় জানতে সর্বাত্মক প্রচেষ্টা চালান হরিহরপাড়া থানার এএসআই মোঃ রেজাউল্লা।
advertisement
আরও পড়ুন : খেতে বসে সামান্য মাছ নিয়ে বচসা, তারপর থেকেই নিখোঁজ…! তিনদিন পর বাড়িতে খবর এল ‘সব শেষ’
ধৈর্যশীল ও মানবিক প্রচেষ্টার মাধ্যমে অবশেষে তার গ্রামের নাম জানতে পারলে, সেখান থেকেই শুরু হয় পরিচয় শনাক্তকরণের কাজ। গুগল থেকে পাওয়া নম্বরে যোগাযোগ করা হয় পাটনার পুলিশের সঙ্গে। পাটনা পুলিশের দ্রুত পদক্ষেপে স্থানীয় পঞ্চায়েত প্রধান ও পরিবারের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়।
আরও পড়ুন : এইসব ওয়ার্ডে মিলবে না জল, পুরনিগমের জরুরি নোটিশ! কবে, কোথায় জেনে না রাখলে ফাঁসবেন
জানা যায়, শকুন্তলা দেবী এক মাসেরও বেশি সময় আগে ঝাড়খণ্ডের দেওঘরে এসেছিলেন। শিব মন্দিরে জল ঢালতে এসে হারিয়ে যান তিনি। এরপর থেকেই তিনি একই পোশাক পরে ঘুরে বেড়াচ্ছিলেন। তাই পুলিশের পক্ষ থেকে মানবিক উদ্যোগ নিয়ে নতুন শাড়ি পরিয়ে তার যত্ন নেওয়া হয়। অবশেষে বুধবার তার স্বামী পুনিত রায় হরিহরপাড়া থানায় আসেন। তারপর পুলিশ শকুন্তলা দেবীকে তুলে দেয় তাঁর হাতে।