সভ্যতার বিবর্তনের যুগে হাত গরম থেকে রেহাই পেতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার হলেও হাত পাখার জুড়ি মেলা ভার। রাস্তাঘাটে, ট্রেনে, ট্রামে, বাসে গরম থেকে সাময়িক রেহাই পেতে অনেকেই হাতে তুলে নেয় হাতপাখা। দীর্ঘদিন ধরে সেই হাতপাখা বিক্রি করে মোটা টাকা অর্জনের আশায় নদিয়া জেলা থেকে জঙ্গলমহলে ছুটে আসে জামির এবং তার পরিবার।
advertisement
আরও পড়ুন: সুবর্ণরেখা ও ডুলুং নদীর মাঝে এসি কটেজ! খুব কম খরচে ঘুরে আসুন ঝাড়গ্রামের এই জায়গা
প্রতিবছর গরম পড়লেই নদিয়া থেকে এই সমস্ত হাতপাখা বিক্রেতাদের জঙ্গলমহলে ছুটে আসতে দেখা যায়। গ্রীষ্মের দু’মাস নিজেদের পরিবার নিয়ে এসে এখানে ঘর ভাড়া নিয়ে চলে তাদের কারবার। কেউ থাকে চাকুলিয়া কেউবা থাকে আবার গালুডিতে। কলকাতা থেকে প্লাস্টিকের হাত পাখা নিয়ে এসে দিনভর খুচরো এবং পাইকারি বিক্রি করেন তারা। গ্রীষ্মের মরসুম শেষ হলে আবার নিজেদের বাসভূমিতে ফিরে যান তারা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ভিন জেলা থেকে এই জঙ্গলমহলের জেলাতে ছুটে আসার তাদের একটাই কারণ, এই জঙ্গলমহল জেলা তাদের সংসারের অভাব অনটন ঘুচিয়ে দেয়। তাদেরকে কখনও নিরাশ করে ফিরতে দেয় না। তাই প্রতিবছর তাদের বাসভূমি ছেড়ে জঙ্গলমহলে ছুটে আসে।
বুদ্ধদেব বেরা