TRENDING:

West Medinipur News: কুটির থেকে ভারী, রকমারি শিল্পের সম্ভার নিয়ে মেলা

Last Updated:

পশ্চিম মেদিনীপুর জেলায় ২৫ জানুয়ারি বৃহস্পতিবার উদ্বোধন হয় ১১ তম ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেড ফেয়ার অ্যান্ড হ্যান্ডিক্রাফট এক্সপো ২০২৪

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: মেলা মানে আনন্দের জায়গা। বাহারি স্টল, নানান জিনিসের বিক্রি, আনন্দ হই হুল্লোড়ে কাটে। তবে নানান ব্যবসায়ী, শিল্পোদ্যোগীদের পাশাপাশি গ্রামীণ এলাকায় কুটির শিল্পীদের পরিচিতি ও শিল্পের উন্নতি ঘটাতে জেলায় আয়োজিত হল ট্রেড ফেয়ার ও হ্যান্ডিক্রাফট এক্সপো’র।
advertisement

আরও পড়ুন: বাহুবলিন্দ্র রাজাদের রাজধানী ময়নাগড়ের ইতিহাস এবার ডাকটিকিটে

শিশুমেলা, বইমেলা, স্বাস্থ্যমেলা তো দেখেছেন, কিন্তু শিল্প মেলা দেখেছেন কি? যেখানে জেলার বিভিন্ন প্রান্তের একাধিক ব্যবসায়ী তাঁদের তৈরি নানান জিনিসের পসরা সাজিয়ে বসেছেন। কুটির, মাঝারি শিল্পের পাশাপাশি বৃহৎ শিল্পেরও বিকাশ ঘটাতে এই মেলার আয়োজন। পশ্চিম মেদিনীপুর জেলায় ২৫ জানুয়ারি বৃহস্পতিবার উদ্বোধন হয় ১১ তম ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেড ফেয়ার অ্যান্ড হ্যান্ডিক্রাফট এক্সপো ২০২৪-এর। বৃহস্পতিবার বিকেলে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের মুক্তমঞ্চে আয়োজন করা হয়েছিল উদ্বোধনী অনুষ্ঠানের। ২৫ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

মূলত মাঝারি ও প্রত্যন্ত গ্রামীন এলাকার নানান কুটির শিল্প, বাটিক, হ্যান্ডিক্রাফট ইত্যাদির প্রসার ঘটানোর লক্ষ্যে এই মেলার আয়োজন। এই মেলার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া,ষ‌ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক খুরশেদ আলি কাদরি সহ একাধিক বিশিষ্ট জনেরা। মেলার উদ্বোধনের দিন একাধিক স্টল ঘুরে দেখেন রাজ্যের মন্ত্রী সহ একাধিক বিশিষ্টজন। মেলায় বসা স্টল থেকে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস কিনতে দেখা যায় বিশিষ্টজনদের। পাশাপাশি এই দিনের এই অনুষ্ঠান থেকে পশ্চিম মেদিনীপুর জেলাকে শিল্পের ডেস্টিনেশন বানানোর জন্য শিল্পোদ্যোগীদের কাছে আবেদন জানিয়েছেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামের মেয়ে রজনী বাউরি, বাঁকা কথা উড়িয়েছেন ড্রিবল করে,পায়ে বল স্বপ্ন দেশের হয়ে খেলার
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: কুটির থেকে ভারী, রকমারি শিল্পের সম্ভার নিয়ে মেলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল