বর্তমান সময়ে টুপি সোয়েটার ব্যাগ সহ উলের তৈরি নানা জিনিসের দারুণ চাহিদা বেড়েছে। অনেকেই রেডিমেড কেনা পোশাকের থেকে বেশি পছন্দ করছে কুরুশ কাঁটার সাহায্যে হাতে বোনা পোশাক। রেডিমেড পোশাকের থেকেও উলের হাতে বোনা পোশাক বেশি মানানসই বলেই মনে হয় তাদের। সেই দিক থেকে ক্রমশ চাহিদা বাড়ছে এই জিনিসের। উলের তৈরি এই জিনিস অফলাইন এবং অনলাইন উভয় দিক থেকেই অর্ডার মিলছে। ফলে খুরুশ কাঁটায় বোনা উলের পোশাক তৈরি করে স্বনির্ভর হচ্ছে মহিলারা।
advertisement
আরও পড়ুন: বয়স মাত্র ৩! এরই মধ্যে স্কুলে অবাক করা কারনামা দেখাচ্ছে এই প্রাক্তনী সংসদ
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ প্রসঙ্গে অজন্তা বয়াল জানান, “গত কয়েক বছর উলের তৈরি জিনিসের বেশ ভাল চাহিদা। মূলত শীতের কিছুদিন আগে থেকে জিনিসের চাহিদা বাড়ে। সারা বছর জিনিস তৈরি করা হয়, শীতের সময় চাহিদার সঙ্গে বিক্রি হয়।”
রাকেশ মাইতি





