TRENDING:

কাজ শুরু, স্বাধীনতার পর সাত দশক পেরিয়ে অবশেষে বিদ্যুৎ আসছে এই গ্রামে

Last Updated:

Haldia: বিষ্ণুরামচকের বাসিন্দারা খুশি বিদ্যুৎ বন্টন সংস্থা কাজ শুরু করায়। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হলদিয়া : বিদ্যুৎহীন গ্রামে বিদ্যুৎ সংযোগ দিতে কাজ শুরু করল রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা৷ হলদিয়ার বিষ্ণুরামচকে কাজ শুরু করে দিল তারা।
স্বাধীনতার পর থেকে বিদ্যুৎ না থাকা গ্রামে বিদ্যুৎ সংযোগ দিতে চায় রাজ্য সরকার
স্বাধীনতার পর থেকে বিদ্যুৎ না থাকা গ্রামে বিদ্যুৎ সংযোগ দিতে চায় রাজ্য সরকার
advertisement

স্বাধীনতার পর থেকে বিদ্যুৎ না থাকা গ্রামে বিদ্যুৎ সংযোগ দিতে চায় রাজ্য সরকার। যদিও অভিযোগ, পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে বন্দরের একাধিক নিয়মকানুন। যেহেতু বন্দরের জমিতেই বন্দর আছে। তাই এই সব গ্রামে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বন্দরের বাধা আসছে বলে স্থানীয় সূত্রে খবর। গ্রামবাসীদেরও এই বিষয়টি জানানো হয়েছে।

সমস্যার সমাধানে বিদ্যুৎহীন দুই গ্রামেই একাধিকবার গিয়েছেন কুণাল ঘোষ-সহ তৃণমূলের জেলা নেতৃত্ব। গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছেন। শুক্রবার কুণাল জানিয়েছেন, "বন্দর আপত্তি জানিয়ে চিঠি দিলেও হলদিয়ার দুই বিদ্যুৎ না যাওয়া গ্রামে বিদ্যুৎ সংযোগের কাজ এগোবে। ২৭ নম্বর ওয়ার্ডে বিষ্ণুরামচক গ্রামে ইতিমধ্যেই সভা করা হয়েছে। ফর্ম জমার কাজ চলছে।

advertisement

আরও পড়ুন : 'বাহন পুজো'! প্রায় ৬ মিলিয়ন ডলারের নতুন হেলিকপ্টার নিয়ে এসে মন্দিরে পুজো দিলেন শিল্পপতি

বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের বার্তা, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী জমি নিয়ে বিতর্ক বা মামলা থাকলেও অন্তর্বর্তীকালীন সময়ে বাসিন্দাদের জল এবং বিদ্যুৎ পাওয়ার অধিকার রয়েছে। তাই কাজ চলবে। দরকারে মানুষের স্বার্থে মামলা লড়বে বিদ্যুৎ দফতর।" রাজ্য সরকার পাশে দাঁড়ানোয় খুশি গ্রামবাসীরা। শিল্পাঞ্চলের গ্রামে নেই বিদ্যুৎ। তাও একটি বা দু'টি বাড়িতে নয়। একেবারে দুটো গ্রামেই বিদ্যুৎ নেই৷ দিনের পর দিন অভিযোগ জানিয়েও সুরাহা হয়নি বলে অভিযোগ ছিল গ্রামবাসীদের। শেষমেষ গ্রামের বাসিন্দাদের পক্ষ থেকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক  কুণাল ঘোষকে তাঁরা অভিযোগ জানান।

advertisement

আরও পড়ুন : দরিদ্র পড়ুয়াদের পড়ানোর জন্য রাতে স্টেশনের কুলির কাজ করেন এই লেকচারার

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে, কুণাল ঘোষ গ্রাম পরিদর্শন করেন৷ এরপরেই তিনি কথা বলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে। যার জেরে তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণ করে রাজ্য বিদ্যুৎ দফতর।এদিন সকাল থেকেই কাজ করছে রাজ্য বিদ্যুত বন্টন সংস্থা। যে সব স্থানে বিদ্যুতের খুঁটি পোঁতা হবে তার মাপজোখ চলছে। এছাড়া বিদ্যুৎ বন্টন করার জন্য প্রয়োজনীয় উপকরণ নিয়ে আসা হচ্ছে গ্রামে।।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কাজ শুরু, স্বাধীনতার পর সাত দশক পেরিয়ে অবশেষে বিদ্যুৎ আসছে এই গ্রামে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল