ছাত্রের বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। এজন্য প্রায় ১২লক্ষ টাকা খরচ হবে। সেই টাকার কিছু কিছু করে সংগ্রহ করে পরিবারের হাতে তুলে দিতে পথে নেমেছিল স্কুলের ছাত্রছাত্রীরা। আজ স্কুল পড়ুয়াদের সংগ্রহের ৬০ হাজার টাকা তুলে দেওয়া হয় পরিবারের হাতে। চকদ্বীপা হাইস্কুল-সহ এলাকার বিভিন্ন স্কুলের পড়ুয়ারা অর্ণবকে বাঁচানোর আবেদন নিয়ে ব্রজলালচক বাজারে মিছিল করে অর্থ সংগ্রহ অভিযান করে।
advertisement
আজ স্কুলে প্রার্থনা শুরুর আগে ছাত্রছাত্রীরা আক্রান্ত অর্নবের দাদু শঙ্করী প্রামানিকের হাতে ৬০ হাজার টাকা তুলে দেয়। ছাত্রছাত্রী ও স্কুলের শিক্ষক শিক্ষিকা, অশিক্ষক কর্মচারীরাও তাদের সাধ্যমত অর্থ তুলে দেওয়ার কথা দেয়। স্কুলের ছাত্রছাত্রীরা আরও অর্থ সংগ্রহ করে পরিবারের হাতে তুলে দেওয়ার কথাও দেন স্কুল পড়ুয়ারা। এদিন অর্ণবের দাদু শঙ্করী প্রামাণিক বলেন, হঠাৎ জ্বরের চিকিৎসা করাতে গিয়ে আমার নাতির এই রোগ ধরা পড়ে। গত ১ মার্চ রোগটি শণাক্ত হয়। সঙ্গে সঙ্গে আমরা ধার-দেনা করে পন্ডিচেরীতে নিয়ে যাই চিকিৎসার জন্য। ইতিমধ্যে একে দুটি কেমোথেরাপি দেওয়া হয়েছে। বোনম্যারো ট্রান্স প্ল্যান্ট করার জন্য প্রায় ১২লক্ষ টাকা লাগবে। আমরা খবুই সাধারণ পরিবার। স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক ও সাধারণ মানুষ যেভাবে আমাদের অসহায়তার পাশে দাঁড়িয়ে তার জন্য সকলকে ধন্যবাদ জানাই।