উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগের অন্যতম মাধ্যম ময়ূরাক্ষী নদীর উপর হলদিয়া ফারাক্কা বাদশাহী সড়কের সুন্দরপুর বিপ্লবী ননী সেতু। মুর্শিদাবাদ, নদীয়া ও মালদহের সঙ্গে বর্ধমান বীরভূম পুরুলিয়া ও বাঁকুড়ার যোগাযোগের অন্যতম মাধ্যম। কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে এই সেতুর চারটি স্ল্যাব ভেঙে গিয়েছে। যে কোনও সময় ঘটতে পারে দুর্ঘটনা। সেই কারণে সংস্কারের জন্য ১৯ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত এই সেতু বন্ধ।
advertisement
আরও পড়ুন: সাঁতরাগাছি ব্রিজ মেরামতের প্রথম দিনই তীব্র যানজটের শিকার রাজ্যবাসী
এরপর সেতুর অন্যান্য অংশ মেরামতের জন্য ১১ ডিসেম্বর পর্যন্ত যান নিয়ন্ত্রণ করা হবে। ওই সময় শুধু ছোট গাড়ি চলবে। সব মিলিয়ে ২৩ দিন সেতু বন্ধ রাখা হবে। পরিবর্তে বিকল্প রাস্তা করা হয়েছে কুলি চৌরাস্তা মোড় থেকে কান্দি বাইপাস ধরে ভরতপুর সালার হয়ে পাচুন্দি মোড়।
আরও পড়ুন: এ ভাবেও চুরি হয়! চোরের কুড়ি মিনিটের কাণ্ড দেখে চোখ কপালে পুলিশেরও
পথযাত্রী নাজমা বিবি বলেন, "আমি জানতামই না এই সেতু বন্ধ রয়েছে। আমি বর্ধমান যাব কী ভাবে, বুঝতেই পারছি না।" স্থানীয় তৃণমূল নেতা মাহে আলম বলেন, "এই সেতু সংস্কারের কাজ করাটা খুব প্রয়োজন এই মুহূর্তে। তাই সেতুটি বন্ধ রাখা হয়েছে। সাময়িক সমস্যা হবে। তবে যাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয় সেই মতো ব্যবস্থা নেওয়া হচ্ছে।"