এ দিকে, হাবড়া হাসপাতালের ওপর বিস্তীর্ণ এলাকার মানুষকে আজও নির্ভর করতে হয়। করোনাকালীন পরিস্থিতি থেকে শুরু করে ডেঙ্গু বিভিন্ন সময়ে এই হাসপাতালে রোগী ভর্তির পরিমাণ এতটাই বেড়ে যায়, বেড পাওয়া দুষ্কর হয়ে ওঠে। তাই সেই রোগীর ভিড় সামাল দিতে রাজ্য স্বাস্থ্য দফতরের তরফ থেকে হাবড়া ও অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালকে মিলিতভাবে জেলা হাসপাতালে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাবড়া হাসপাতাল চত্বরেই তৈরি হচ্ছে নতুন ১০০ বেডের হাসপাতাল, যার কাজও চলছে দ্রুতগতিতে।
advertisement
বর্তমানে হাবড়া হাসপাতালে বেডের সংখ্যা ১৩২। আরও ১০০ বেড যুক্ত হলে হবে ২৩২। অশোকনগর হাসপাতালে মাত্র ৫৬ বেড রয়েছে। যদিও অশোকনগরের ক্ষেত্রে শয্যা বাড়ানোর এখনই কোনও সিদ্ধান্ত হয়নি বলেই জানিয়েছেন সুপার বিবেকানন্দ বিশ্বাস। নতুন এই ১০০ বেডের ভবনের জন্য খরচ হচ্ছে ৯ কোটি টাকা।
আরও পড়ুনঃ দিনহাটা থেকে নিখোঁজ জয়ী ৭ তৃণমূল, ২ নির্দল প্রার্থী! বাড়ছে আশঙ্কা! রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে
হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা জানিয়েছেন, আগামী ৪-৫ মাসের মধ্যেই নতুন এই হাসপাতাল বিল্ডিংয়ে চিকিৎসা পরিষেবার কাজ শুরু হয়ে যাবে। হাবড়া হাসপাতাল জেলা হাসপাতালের রূপান্তরিত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো খুশি রোগীর পরিবার-পরিজন থেকে স্থানীয় বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। ফলে জটিল কোনও সমস্যা নিয়ে আর কলকাতায় ছুটতে হবে না রোগীদের। জেলা হাসপাতালে রূপান্তরিত হলে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রেও উন্নত হবে হাবড়া জেলা হাসপাতাল, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।
Rudra Narayan Roy