তবে এতে ভয় পাওয়ার কিছু নেই। গোপনে ক্ষেপণাস্ত্র তৈরি হলেও, নতুন করে কোনও যুদ্ধের আশঙ্কা নেই দেশে। তবে এই সামরিক শক্তির প্রদর্শন সাধারণ মানুষ চাক্ষুষ করতে পারবেন জেলার অনতি দূরের এক পুজো প্যান্ডেলের থিম হিসেবেই। আর তাই হাবরার হিজলপুকুর এলাকার নিজের কর্মশালায় একেবারে দেশের নিরাপত্তায় ব্যবহৃত এই সব সামরিক অস্ত্রের প্রতিলিপি তৈরি করে চলেছেন শিল্পী শিবু দাস।
advertisement
জানা গিয়েছে, কলকাতার বাগুইহাটি এলাকার এক পুজো মণ্ডপের থিম বাস্তবায়ন করতে এই অভিনব প্রস্তুতি চলছে। শিবু দাসের সঙ্গে আরও প্রায় ১৫ জন শিল্পী দিনরাত পরিশ্রম করে তাই এখন সাজিয়ে তুলছেন এই সব যুদ্ধসামগ্রী। দেশের স্বাধীনতা পরবর্তী যে সামরিক শক্তি বৃদ্ধি পেয়েছে, এমনকি ভারত পাকিস্তান যুদ্ধ থেকে অপারেশন সিঁদুর এ ব্যবহৃত অত্যাধুনিক সামরিক অস্ত্র খুঁতভাবে ফুটিয়ে তোলা হচ্ছে দুর্গা পুজোর ‘ত্রি-নেত্র’ মধ্য দিয়ে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রায় ২৪ ফুট লম্বা ও ১৭ ফুট চওড়ার এই রাফায়েল যুদ্ধবিমান, একেবারে হুবহু যেন তুলে ধরা হচ্ছে। সঙ্গে রয়েছে শত্রুপক্ষের উপস্থিতি চিহ্নিত করা ঘুরন্ত রেডার। যা দেখলে এক মুহূর্তে আপনাকে পৌঁছে দেবে কোন যুদ্ধের ময়দানে। তবে এগুলি কোনও বাস্তব যুদ্ধের জন্য নয়, সেজে উঠবে নিতান্তই দুর্গোৎসবের প্যান্ডেলে।হাজার হাজার দর্শনার্থী পূজোর কয়েকদিন এই থিম দেখে অভিভূত হবেন বলেই আশা প্রকাশ করছেন শিল্পী।