TRENDING:

Jhargram News: লক্ষ্য ফুটবলের উন্নতি, একদা মাও অধ্যুষিত লালগড়ে শুরু হল জিম সেন্টার

Last Updated:

Jhargram News: ২০১৮ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে লালগড়ে শুরু হয়েছিল ফুটবল একাডেমি। এবার ফুটবল একাডেমি ফুটবলার এবং এলাকার কচিকাচাদের জন্য আধুনিকতার সঙ্গে নতুনভাবে শুরু করল একটি জিম সেন্টার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম : জঙ্গলমহলের আদিবাসী ছেলেদের ফুটবল খেলায় দক্ষ করে তোলার জন্য শুরু হয়েছিল ফুটবল একাডেমি । ফুটবল একাডেমির খেলোয়াড়দের তরতাজা থাকার জন্য একদা মাও অধ্যুষিত লালগড়ে পুলিশের উদ্যোগে শুরু হয়েছে জিম সেন্টার। জিম সেন্টারে বিনামূল্যে ফুটবল একাডেমির খেলোয়াড়দের পাশাপাশি এলাকার কচিকাঁচাদেরও জিম করার সুযোগ দেওয়া হয় ।
advertisement

২০১৮ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জঙ্গলমহলের ছেলেমেয়েদের ফুটবল খেলায় দক্ষ হয়ে ওঠার জন্য লালগড়ে তৈরি হয় ফুটবল একাডেমি। ঝাড়গ্রাম জেলা পুলিশের পরিচালনায় লালগড় থানার দেখভালে ফুটবল একাডেমির খেলোয়াড়দের বিশেষ কোচের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। ২০২৩ সালে লালগড় থানার উল্টোদিকে ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে শুরু হয়েছিল জিম সেন্টার। বর্তমানে জিম সেন্টারটিকে আধুনিকরণের পাশাপাশি নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে। বাড়ানো হয়েছে জিম করার সামগ্রীও। যার ফলে খুশি ফুটবল খেলোয়াড়দের পাশাপাশি এলাকার কচিকাঁচারা।

advertisement

আধুনিকরনের পর জিম সেন্টারটি পরিদর্শন করেন ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) গুলাম সারওয়ার, ঝাড়গ্রামের এসডিপিও শামীম বিশ্বাস, সঙ্গে উপস্থিত ছিলেন লালগড় থানার আইসি স্বরূপ মুখোপাধ্যায় সহ অন্যান্য অফিসাররা। অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) গুলাম সারওয়ার বলেন,”লালগড়ের এই ফুটবল একাডেমিটি অনেকদিন আগেই শুরু হয়েছে। যে সমস্ত বাচ্চারা ফুটবল খেলতে পছন্দ করেন তাদের এখানে প্রশিক্ষণ দেওয়া হয়।। এখানে যে জিম সেন্টারটি ছিল সেটিকে আধুনিক সরঞ্জাম দিয়ে সংস্কার করে দেওয়া হয়েছে। যাতে ফুটবল খেলার পাশাপাশি নিজের শরীরকে তরতাজা রাখতে পারে”।

advertisement

আরও পড়ুনঃ India vs Bangladesh: বাংলাদেশের বিরুদ্ধে কেমন হবে ভারতীয় দল? কে থাকছে আর কে পড়ছে বাদ! জানুন বিস্তারিত

View More

লালগড় ফুটবল একাডেমিকে কেন্দ্র করে নতুন স্বপ্ন দেখছে জেলা পুলিশের শীর্ষকর্তারা। হয়ত আগামী ভবিষ্যতের ভালো ফুটবল খেলোয়াড় লালগড় থেকেই পেতে চলেছে ভারত । এমন উদ্যোগে খুশি শিক্ষার্থী ফুটবলাররাও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদীর জলে ভেসে গেল গণ্ডার, প্রাণ বাঁচাতে যা করল..! হু হু করে ভাইরাল ভিডিও
আরও দেখুন

বুদ্ধদেব বেরা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: লক্ষ্য ফুটবলের উন্নতি, একদা মাও অধ্যুষিত লালগড়ে শুরু হল জিম সেন্টার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল