৯ বছর বয়সী রিয়না সাউ কাতা বিভাগে সোনার পদক ও কুমিতে বিভাগে রূপো জিতেছে। একই বিভাগে শুভাঙ্গী মুর্মু কুমিতে বিভাগে রূপো এবং কাতা বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করেছে। অন্যদিকে ৬ বছরের শ্রেয়াঙ্ক মুর্মু কাতা বিভাগে রূপোপদক জিতে নজর কেড়েছে সকলের।
আরও পড়ুন- বেন স্টোকসই কি জাদেজা-সুন্দরের সঙ্গে হাত মেলাতে চাননি? সামনে এল ম্যাচের পর গিলের বিবৃতি
advertisement
পার্থ ফাইট আর্ট-এর প্রধান প্রশিক্ষক সেনসাই পার্থ সারথি পাল জানিয়েছেন, এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ওমান সহ একাধিক দেশের ক্যারাটে খেলোয়াড়রা অংশগ্রহণ করেছিল। সেখানে গুসকরা শহরের তিনজন পড়ুয়ার এই সাফল্য গোটা এলাকার কাছে দৃষ্টান্ত হয়ে উঠেছে।
তিনি আরও জানান, আগামী দিনে এই আন্তর্জাতিক ক্যারাটে মঞ্চে গুসকরা থেকে প্রায় ১৫ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। এই সাফল্য শহরের অন্যান্য পড়ুয়াদেরও অনুপ্রাণিত করবে এবং ক্যারাটেকে পেশা হিসেবে বেছে নেওয়ার ক্ষেত্রে উৎসাহ দেবে। সত্যি বলতে এই সাফল্য গুসকরার ক্রীড়া ক্ষেত্রে এক আনন্দের বিষয়।
বনোয়ারীলাল চৌধুরী