TRENDING:

Solid Waste Management: দুর্দান্ত ভাবনা বর্ধমানের এই পুরসভার, জানলে আপনিও খুশি হবেন

Last Updated:

Solid Waste Management: সম্পূর্ণভাবে আবর্জনা মুক্ত করা হবে এই জায়গা। আর নতুনভাবে যে আবর্জনা জমা হবে সেগুলোকেও পৃথকীকরণ করা হবে। আবর্জনা থেকে সৃষ্ট দুর্গন্ধের কারণে নির্দিষ্ট এলাকার বাসিন্দাদেরও চরম সমস্যা হয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: পরিবেশের কথা ভেবে এবার অভিনব উদ্যোগ নিল গুসকরা পুরসভা। এই শহরের পাশ দিয়েই বয়ে গিয়েছে কুনুর নদী। গুসকরা শহরের রটন্তী কালী মন্দিরের কাছে গেলেই দেখা মিলবে এই নদীর। শহরের এই জায়গাতেই রয়েছে ডাম্পিং গ্রাউন্ড। গোটা শহরের আবর্জনা ফেলা হয় এই ডাম্পিং গ্রাউন্ডে। দীর্ঘদিন ধরে আবর্জনা জমা হওয়ার কারণে বর্তমানে সেখানে যেন আবর্জনার পাহাড়ের তৈরি হয়েছে। এবার সেই আবর্জনা পৃথকীকরণ করে শহরবাসীকে দূষণমুক্ত পরিবেশ দেওয়ার চিন্তা ভাবনা করছে পুর কর্তৃপক্ষ।
advertisement

সম্পূর্ণভাবে আবর্জনা মুক্ত করা হবে এই জায়গা। আর নতুনভাবে যে আবর্জনা জমা হবে সেগুলোকেও পৃথকীকরণ করা হবে। আবর্জনা থেকে সৃষ্ট দুর্গন্ধের কারণে নির্দিষ্ট এলাকার বাসিন্দাদেরও চরম সমস্যা হয়। এছাড়াও আবর্জনা নদীতে পড়লেও দূষণ ঘটে। তাই সবরকম চিন্তাভাবনা করে ডাম্পিং গ্রাউন্ড নিয়ে অন্যরকম সিদ্ধান্ত নিয়েছে গুসকরা পুরসভা।ইতিমধ্যেই ডাম্পিং গ্রাউন্ডের চারপাশ জুড়ে বাউন্ডারি ওয়াল দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। এই বিষয়ে গুসকরা পুরসভার এসএই সপ্তম কুমার মাঝি জানান, ওইখানে যে ময়লাগুলো রয়েছে সেইগুলোকে পৃথকীকরণ করা হবে। পৃথকীকরণ করে ওই জায়গা সম্পূর্ণভাবে আবর্জনা মুক্ত করে দেওয়া হবে। পরবর্তীতে যাতে আগের মত নতুন করে আবর্জনা না জমে তার জন্য ওখানে কিছু মেশিন বসানো হবে। তবে মেশিন বসার আগে সম্পূর্ণ জায়গার পরিকাঠামো উন্নতির প্রয়োজন রয়েছে। বর্তমানে সেই কাজই করা হচ্ছে।

advertisement

আরও পড়ুন: সুন্দরবনের মৎস্যজীবীদের কথা ভেবে হোমিওপ্যাথি চিকিৎসায় জোর

এই প্রজেক্ট সফল হলে বিভিন্ন ধরনের সুবিধা পাওয়া যাবে। যেমন পরিবেশকে সম্পূর্ণভাবে দূষণমুক্ত রাখা যাবে। এছাড়াও এই জায়গায় বর্তমানে বেশ কিছু বাসিন্দা রয়েছেন, আবর্জনা জমে থাকার কারণে তাদেরও সমস্যা হয়। এই প্রজেক্ট সফল হলে তাঁরাও দুর্গন্ধের সমস্যা থেকে রেহাই পাবেন। নদীর জলও আর দূষিত হবে না।

advertisement

এছাড়াও আবর্জনা থেকে যে গুড আর্থ পাওয়া যাবে, সেখান থেকে সার তৈরি করে অল্প দামে বাজারজাত করার চিন্তাভাবনাও রয়েছে। সবকিছু সঠিকভাবে সম্পন্ন হওয়ার জন্য পরিকাঠামো উন্নতিকরণের কাজ চলছে বর্তমানে। পরিকাঠামো উন্নত হলে এই কাজে খরচ হতে পারে প্রায় ১ কোটি ৫৬ লক্ষ টাকা।

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Solid Waste Management: দুর্দান্ত ভাবনা বর্ধমানের এই পুরসভার, জানলে আপনিও খুশি হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল