কেউ মজা করে, কেউ ব্যঙ্গ করে পোস্ট করেন। তবে এই কটাক্ষ ভাল ভাবে নেননি শতদ্রু দত্ত। তাঁর বক্তব্য, রাজু পরোটা বিক্রি করে উপার্জন করেন—এতে লজ্জার কিছু নেই। বরং পরিশ্রম করে খাওয়াটাই গর্বের বিষয়। তাই ঠিক করেছি, যে ছবি দিয়ে ওঁকে নিয়ে ঠাট্টা করা হচ্ছে, সেই দৃশ্যকেই বাস্তবে রূপ দেব। এই খবর রাজুদার কানে পৌঁছতেই যেন ঘুম উড়েছে তাঁর।
advertisement
আরও পড়ুন – Guess Who: টিভি দিয়ে শুরু, প্রথম সিনেমা তৈরি করল ইতিহাস, ১৯ বছরের অভিনেত্রীকে ভয় পাচ্ছেন আলিয়া-দীপিকা
গুমার এই পরোটা বিক্রেতা এখন স্বপ্ন দেখছেন ফুটবলের ‘ভগবান’কে সামনে থেকে দেখার। রাজুর কথায়, মেসির পায়ে হাত দিয়ে প্রণাম করব। ওঁর জন্য পকেট পরোটা আর আনলিমিটেড তরকারির বন্দোবস্ত করব। শতদ্রু দত্তর উদ্যোগে খুশি রাজু, তাঁর মতে, আমার মতো খেটে খাওয়া মানুষকে যেভাবে উনি সম্মান দিয়েছেন, সেটা বড় বিষয়। গুমা কালীনগর পল্লিতে বাড়ি রাজুর।
বাবা-মা-স্ত্রীকে নিয়ে টানাটানির সংসার। রোজ ভোরে গুমা থেকে ট্রেনের ভেন্ডার কম্পার্টমেন্টে চেপে বাড়িতে তৈরি পরোটা-তরকারি নিয়ে হাজির হন শিয়ালদা স্টেশনে। স্টেশনের বাইরে বিক্রি করেন। সঙ্গে থাকে ডিমসিদ্ধ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। তাঁর বলার ভঙ্গির জন্যই ভাইরাল রাজু। ইতিমধ্যেই নেটদুনিয়ায় রাজুর পাশে থাকার বার্তা দিয়েছেন অনেকেই। শতদ্রুর এই উদ্যোগে উচ্ছ্বসিত সাধারণ মানুষও। এখন প্রশ্ন একটাই- আসন্ন সফরে কি সত্যিই দেখা হবে মেসি ও রাজুদার! যদি হয়, তবে নিঃসন্দেহে সেটি হবে শীতের কলকাতার সবচেয়ে আবেগঘন দৃশ্যের অন্যতম ছবি।
Rudra Narayan Roy