TRENDING:

Durga Puja 2025: গুজরাত ছুটতে হবে না! বর্ধমানে বসেই দেখুন ঐতিহ্যবাহী খোদাল ধাম, জেলাবাসীর জন্য বড় চমক

Last Updated:

Durga Puja 2025: প্রায় আড়াই মাস ধরে তৈরি এই মণ্ডপের বাজেট প্রায় ৬০ লক্ষ টাকা। পূর্ব মেদিনীপুরের কাঁথির শিল্পীরা বর্ধমানের এই প্যান্ডেল তৈরি করেছেন। বর্ধমানের শিল্পীর বানানো দেবী মূর্তি এই মণ্ডপের শোভা বাড়িয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান, সায়নী সরকারঃ গুজরাতের রাজকোট জেলায় অবস্থিত খোদাল ধাম এখন বর্ধমানেই দেখতে পাবেন। মন্দিরের সেই সুন্দর কারুকার্য এখানে তুলে ধরা হয়েছে, চারিদিকে প্রাচীন শিল্পকলার ছোঁয়া। শিল্পীদের নিপুণ হাতের কাজে তৈরি এই দুর্গাপুজো মণ্ডপ দেখে বোঝা যাচ্ছে না আসল মন্দির নাকি প্যান্ডেল!
advertisement

‘বন্ধু হয়ে ছোঁব মন’ এই ট্যাগলাইন সামনে রেখে ৬৬ তম বর্ষে বর্ধমানের সর্বমিলন সংঘের থিম খোদাল ধাম। প্রায় আড়াই মাস ধরে তৈরি এই মণ্ডপের বাজেট প্রায় ৬০ লক্ষ টাকা। পূর্ব মেদিনীপুরের কাঁথির শিল্পীরা এই প্যান্ডেল তৈরি করেছেন। বর্ধমানের শিল্পীর বানানো দেবী মূর্তি এই মণ্ডপের শোভা বাড়িয়েছে।

আরও পড়ুনঃ বাংলার বুকে বেনারসের ঘাট! গঙ্গা আরতি-কীর্তনে গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা! এক ক্লিকেই দেখুন ঝলক

advertisement

প্যান্ডেলের বাইরে দেখা যাচ্ছে খোদাল ধামের অপূর্ব কারুকার্য। ভিতরে প্রবেশ করলেই মিলবে সম্পূর্ণ এক অন্য স্বাদ। ঝাঁটার কাটি ও কাঠবাদামের খোলা দিয়ে মণ্ডপের ভিতর সাজিয়ে তোলা হয়েছে।

View More

পুজো উদ্যোক্তা জানান, বর্ধমান শহরে নানা মন্দিরের থিম হয়েছে। কিন্তু আমরা যখন থিম ভাবনা শুরু করি, তখনই ঠিক করি কোনও বিখ্যাত মন্দির নয়, কোনও নাম করা মন্দির নয়, মানুষজন কম চেনে সেই মন্দিরের থিম করব। এরপর এই মন্দিরের চিন্তাভাবনা করা হয়। আমাদের ক্লাবের ট্যাগলাইন ‘বন্ধু হয়ে ছোঁব মন’। আমাদের ক্লাবের পক্ষ থেকে দুর্গাপুজো ছাড়াও সারাবছর ফুটবল কোচিং দেওয়া হয়। পাশাপাশি নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক কাজ করা হয়।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

‘বন্ধু হয়ে ছোঁব মন’- এটি শুধু এই কমিটির পুজোর ট্যাগলাইনেই নেই, সারাবছর এই কথা মেনে চলেন তাঁরা। কারণ শুধুমাত্র দুর্গাপুজোর চার দিন নয়, সারাবছরই মানুষের পাশে থাকে এই ক্লাব। অপূর্ব শিল্পকলা ও অসামান্য ভাবনার এই সম্মিলন সর্বমিলন সংঘের দুর্গাপুজোকে এক বিশেষ মাত্রা দিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: গুজরাত ছুটতে হবে না! বর্ধমানে বসেই দেখুন ঐতিহ্যবাহী খোদাল ধাম, জেলাবাসীর জন্য বড় চমক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল