দিনের পর দিন তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে, বাড়ছে রোদের তেজ। এমন অবস্থায়ও মাঠ থেকে ধান তুলে এনে রোদে শুকতে হচ্ছে। তবে তারা যাতে অসুস্থ না হয়ে পড়ে, তাই বেশ কয়েকদিন ধরে একাধিক মাঠে গিয়ে চাষিদের ওআরএস জল খাওয়ালেন এই মুদি ব্যবসায়ী। নিজের খরচে ওআরএস জল তৈরি করে তা বোতলে ভর্তি করে বিভিন্ন মাঠে গিয়ে কৃষকদের হাতে তুলে দেন। সম্পূর্ণ নিজের উদ্যোগেই তার এই ভাবনা।
advertisement
প্রসঙ্গত, কৃষি প্রধান জেলা পশ্চিম মেদিনীপুর। জেলার অধিকাংশ মানুষ কৃষি কাজের উপর নির্ভরশীল। তবে চলতি মরশুমে চলছে ধান কাটার কাজ। স্বাভাবিকভাবে প্রখর রোদকে উপেক্ষা করে কাজ করতে হচ্ছে কৃষকদের। যে কোনও মুহূর্তে অসুস্থ হয়ে পড়ছেন তাঁরা। তবে সেই কৃষকেরা যাতে অসুস্থ না হয়ে পড়েন, তাই বিভিন্ন মাঠে গিয়ে তাদের ওআরএস জল দিলেন এই মুদি ব্যবসায়ী। পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার মোগলমারি এলাকার বাসিন্দা প্রশান্ত চন্দ। নিজের দোকান সামলানোর পাশাপাশি তিনি ওআরএস, নুন, লেবু জলে মিশিয়ে তা বোতলে ভর্তি করে বিভিন্ন মাঠে গিয়ে কৃষকদের দিয়েছেন। শুধু তাই নয়, কৃষকদের বার্তা দিয়েছেন রোদে কাজ করার সময়ে ওআরএস খাওয়ার। নিজের দোকানের লভ্যাংশ থেকে করছেন এই কাজ।
সম্পূর্ণ নিজের খরচে এবং নিজের উদ্যোগেই করেছেন ওআরএস বিলি। কৃষকরা সমাজের অর্থনৈতিক ভিতকে মজবুত করে। তাদের উৎপাদিত ফসলে সকলের পেটে অন্ন জোটে। তাই এই রোদে কাজ করার সময় তারা যাতে অসুস্থ না হয়ে পড়েন, সেই কারণে প্রশান্তবাবুর এই উদ্যোগ। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
রঞ্জন চন্দ