চুল প্রতিটি মেয়েদের জীবনে একটি শখের জিনিস। তবে ক্যানসারে ঠাকুমাকে হারিয়ে অন্যান্য ক্যানসার আক্রান্তদের জন্য বড় পদক্ষেপ নিলেন তিন বোন। তাঁরা যাতে মানসিকভাবে ভেঙে না পড়েন, সেই জন্য তাঁদের উদ্দেশে নিজেদের প্রিয় চুল দান করলেন প্রিয়াঙ্কা, পিয়ালী ও পাপিয়া। ক্যানসার আক্রান্ত হয়ে মৃত বৃদ্ধার তিন নাতনির এই ভাবনাচিন্তা অবাক করেছে সকলকে।
advertisement
আরও পড়ুনঃ লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় উমার আরাধনা! পুজোর আয়োজনে মহিলারা, সাহস জুগিয়েছে রাজ্য সরকারের প্রকল্প
মারণ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মেদিনীপুরের মুন্সিপাটনা এলাকার শ্যামারাণী গাঁতাইতের। তাঁর মৃত্যুবার্ষিকীতে এক ব্যতিক্রমী, মানবিক উদ্যোগে সামিল হলেন তাঁর তিন নাতনি। ক্যানসার আক্রান্ত রোগীদের জন্য চুল দান করলেন প্রিয়াঙ্কা, পিয়ালী ও পাপিয়া গাঁতাইত। প্রিয়াঙ্কা গাঁতাইত বর্তমানে শিক্ষাবিজ্ঞানে মাস্টার্স সম্পন্ন করে বি.এড করছেন, পিয়ালী বাংলা অনার্সের তৃতীয় বর্ষের ছাত্রী এবং পাপিয়া ইংরেজি অনার্সে প্রথম বর্ষে পড়ছেন। তাঁদের এই মানবিকতা ও সহানুভূতির নজিরে গর্বিত স্থানীয় মানুষজন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই উদ্যোগে সহায়তা করেছে মেদিনীপুর কুইজ কেন্দ্র। পরবর্তীতে সংগৃহীত এই চুল মুম্বইয়ের ‘মদত ট্রাস্ট’-এর কাছে পাঠানো হবে বলে জানা গিয়েছে। ঠাকুমাকে হারানোর যন্ত্রণাকে সমাজসেবায় রূপান্তরিত করে তিন বোন সমাজের সামনে দৃষ্টান্ত স্থাপন করলেন।