এ দিন সকালে পঞ্চায়েত নির্বাচন শুরু হতে না হতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর আসতে শুরু করে। এরই মধ্যে সকালে রাজ ভবন থেকে বেরোন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। উত্তর চব্বিশ পরগণার ব্যারাকপুরের দিকে এগোতে থাকে রাজ্যপালের কনভয়।
আরও পড়ুন: প্রাণের ভয়ে পালালেন ভোটকর্মীরা, তালাবন্ধ বুথ! মালদহে হতভম্ব ভোটাররা
advertisement
তবে রাজ্যপাল আসছেন খবর পেয়েই কল্যাণী এক্সপ্রেসওয়ের উপরে উত্তর চব্বিশ পরগণার ব্যারাকপুর ১ ব্লকের কাউগাছি ২ পঞ্চায়েতের সিপিএম এবং বিজেপি প্রার্থীরা রাজ্যপালের গাড়ি আটকান৷
আরও পড়ুন: মালদহে নিহত তৃণমূল কর্মী, বিজেপির পোলিং এজেন্টকে পিটিয়ে খুন কোচবিহারে
তাঁদের অভিযোগ, এলাকায় ভোট লুঠ করছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা৷ এলাকায় কেন্দ্রীয় বাহিনী নেই বলেও অভিযোগ তোলা হয়৷ রাজ্যপালের কনভয় আটকে অভিযোগ জানাতে থাকেন বিরোধীরা৷
এর পর কাঁচরাপাড়ায় পৌঁছন রাজ্যপাল৷ সেখানে একটি হোটেলে প্রাতঃরাশের জন্য থামেন তিনি৷ ওই হোটেলে বসেই তাঁক কাছে আসা বিভিন্ন অভিযোগ নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে ফোন যোগাযোগ করে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন রাজ্যপাল৷
Rudra Narayan Roy