TRENDING:

Panchayat election 2023: ভোট অশান্তির মধ্যেই রাস্তায় রাজ্যপাল, গাড়ি আটকে অভিযোগ বিরোধীদের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আগেই জানিয়েছিলেন, ভোটের দিনও রাস্তায় থাকবেন তিনি। সেই মতো ভোটের দিন সকালেই রাস্তায় নামলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যপাল এলাকার উপর দিয়ে যাবেন খবর পেয়ে উত্তর চব্বিশ পরগণার ব্যারাকপুরের কাছে মাঝরাস্তায় তাঁর গাড়িও আটকান সিপিএম প্রার্থীরা। রাজ্যপালের গাড়ি আটকে বিক্ষোভও দেখানো হয়।
ব্যারাকপুরের কাছে রাজ্যপালের গাড়ি আটকে বিক্ষোভ৷
ব্যারাকপুরের কাছে রাজ্যপালের গাড়ি আটকে বিক্ষোভ৷
advertisement

এ দিন সকালে পঞ্চায়েত নির্বাচন শুরু হতে না হতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর আসতে শুরু করে। এরই মধ্যে সকালে রাজ ভবন থেকে বেরোন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। উত্তর চব্বিশ পরগণার ব্যারাকপুরের দিকে এগোতে থাকে রাজ্যপালের কনভয়।

আরও পড়ুন: প্রাণের ভয়ে পালালেন ভোটকর্মীরা, তালাবন্ধ বুথ! মালদহে হতভম্ব ভোটাররা

advertisement

তবে রাজ্যপাল আসছেন খবর পেয়েই কল্যাণী এক্সপ্রেসওয়ের উপরে উত্তর চব্বিশ পরগণার ব্যারাকপুর ১ ব্লকের কাউগাছি ২ পঞ্চায়েতের সিপিএম এবং বিজেপি প্রার্থীরা রাজ্যপালের গাড়ি আটকান৷

আরও পড়ুন: মালদহে নিহত তৃণমূল কর্মী, বিজেপির পোলিং এজেন্টকে পিটিয়ে খুন কোচবিহারে

তাঁদের অভিযোগ, এলাকায় ভোট লুঠ করছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা৷ এলাকায় কেন্দ্রীয় বাহিনী নেই বলেও অভিযোগ তোলা হয়৷ রাজ্যপালের কনভয় আটকে অভিযোগ জানাতে থাকেন বিরোধীরা৷

advertisement

এর পর কাঁচরাপাড়ায় পৌঁছন রাজ্যপাল৷ সেখানে একটি হোটেলে প্রাতঃরাশের জন্য থামেন তিনি৷ ওই হোটেলে বসেই তাঁক কাছে আসা বিভিন্ন অভিযোগ নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে ফোন যোগাযোগ করে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন রাজ্যপাল৷

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Panchayat election 2023: ভোট অশান্তির মধ্যেই রাস্তায় রাজ্যপাল, গাড়ি আটকে অভিযোগ বিরোধীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল