রাজ্যের উদ্যোগে পশ্চিমবঙ্গ যাত্রা অ্যাকাডেমি এবং জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছে যাত্রা শিল্পের নবীন প্রতিভা খোঁজে অভিনয় শিক্ষণ কর্মশালা। মঙ্গলবার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নজরুল মঞ্চে কর্মশালার সূচনা হয়, আগামী ২৫ আগস্ট পর্যন্ত চলবে। পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের সম্পাদক কনক ভট্টাচার্য বলেন, এটি অত্যন্ত ভাল একটি উদ্যোগ। এতে শিল্পীদের কর্মসংস্থানও হতে পারে। এছাড়া এই শিল্পের প্রসার ঘটবে।
advertisement
আরও পড়ুনঃ মণ্ডপে প্রতিবাদের ঝড়, নারীশক্তি নিয়ে বিশেষ বার্তা! কুর্নিশ জানানোর মতো থিম করছে কাঁথির ‘এই’ ক্লাব
এই বিশেষ দিনে যাত্রার জনক মতিলাল রায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ যাত্রা অ্যাকাডেমির সচিব লিপিকা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের সম্পাদক কনক ভট্টাচার্য, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শংকর মণ্ডল সহ বিশিষ্টজনেরা। নতুন প্রতিভা গড়ে তোলা ও যাত্রাশিল্পকে বাঁচিয়ে রাখার লক্ষ্যেই এই অভিনব উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শুধু অভিনয় শিক্ষণ কর্মশালা নয়, ভবিষ্যতে যাত্রাশিল্পীদের জন্য নানা প্রশিক্ষণ, মঞ্চায়ন ও সহায়তা প্রকল্পের কথাও ভাবা হচ্ছে। স্থানীয় তরুণ তরুণীদের অংশগ্রহণ এই শিল্পকে ফের প্রাণবন্ত করে তুলবে বলেই আশাবাদী আয়োজকরা। তাঁদের মতে, যাত্রা শুধু একটি বিনোদন নয়, এটি বাংলার লোকসংস্কৃতির অমূল্য সম্পদ। তাই নতুন প্রজন্ম যদি এই শিল্পে আগ্রহী হয়ে এগিয়ে আসে, তবে হয়তো যাত্রা ফের তাঁর হারানো জৌলুস ফিরে পাবে।