TRENDING:

Bangla News: জিতেছেন ২৪ ঘণ্টাও হয়নি, গোসাবার বিধায়ককে যে ভূমিকায় দেখলেন মানুষ! চমকের শেষ নেই...

Last Updated:

Bangla News: গোসাবা ব্লকের বালি ১, বালি ২ সহ বিভিন্ন নদীর বাঁধ পরিদর্শন করে তৃণমূল বিধায়ক সুব্রত মণ্ডল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গোসাবা: গতকাল বড়সড় জয় পেয়েছেন উপনির্বাচনে (West Bengal By Poll)। গোসাবা-র তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল (Subrata Mondal TMC) রীতিমতো রেকর্ড গড়েছেন ভোটের ব্যবধানে। আর তারপরই জয়ের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আজই নেমে পড়লেন এলাকার (Bangla News) বাঁধ পরিদর্শনে। গোসাবা ব্লকের বালি ১, বালি ২ সহ বিভিন্ন নদীর বাঁধ পরিদর্শন করে তৃণমূল বিধায়ক সুব্রত মণ্ডল। এলাকাবাসীর সঙ্গে বাঁধ মেরামতিও করলেন তিনি।
বাঁধ দেখতে তৃণমূল বিধায়ক
বাঁধ দেখতে তৃণমূল বিধায়ক
advertisement

মঙ্গলবারের ফল ঘোষণার পর ২৪ ঘণ্টাও কাটেনি। তারই মধ্যে কথা মত কাজে নেমে পড়লেন এলাকার নতুন বিধায়ক৷ বুধবার সকালে নদী বাঁধ মেরামতির কাজ খতিয়ে দেখতে সটান হাজির হন গোসাবা ব্লকের বালি ১ ও বালি ২ এলাকায়৷ সেখানে গিয়ে কাজের তদারকি করার পাশাপাশি হাতও লাগান। স্থানীয়দের অভাব-অভিযোগ নিয়ে কথাও বলেন। সকালবেলা বিধায়ককে সেখানে দেখে অবশ্য চমকে যান এলাকার মানুষজন৷ তবে নদী বাঁধ সমস্যা সমাধানে বিধায়কের আন্তরিকতা দেখে তাঁরা সকলেই খুশি৷

advertisement

আরও পড়ুন: 'শুনে নিন...', ফের বিস্ফোরক তথাগত রায়! হারের ক্ষতের মাঝেই বড় বিড়ম্বনা BJP-র

আরও পড়ুন: হাইকোর্টে বহাল সুপ্রিম কোর্টের নির্দেশ, বাংলার বাজিপ্রেমীদের জন্য বড় সুখবর

গোসাবায় নদী বাঁধ ভাঙনের সমস্যা দীর্ঘদিনের। বারবার ঝড়, বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগে কিংবা ভরা কটালের জলে বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম ভেসে যায়। ফলে নদী বাঁধে ভেঙে বানভাসী হওয়ার আশঙ্কায় থাকেন এলাকার সকলেই। তাই উপনির্বাচনে শাসক দলের প্রার্থী হয়েই প্রচারে তিনি বাঁধ মেরামতিকেই এক নম্বর কাজের তালিকায় রেখেছিলেন। সেই মতো কথাও রাখলেন তিনি। আজ সকালেই বাঁধ মেরামতির কাজ খতিয়ে দেখতে গোসাবার বিভিন্ন অঞ্চলে যান সুব্রত মণ্ডল৷ যিনি গতকালই গোসাবায় ১ লক্ষ ৪৩ হাজার ভোটে জয়ী হয়েছেন।

advertisement

আরও পড়ুন: 'পিছন থেকে ছুরির জবাব', BJP-র কাটা ঘায়ে নুনের ছিটে বাবুল সুপ্রিয়র! করলেন ভবিষ্যদ্বাণীও

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সদ্য তৃণমূল বিধায়ক হওয়া সুব্রতবাবু এদিন বলেন, ''আমাদের প্রথম কাজই হল মানুষকে সুরক্ষা দেওয়া। সেটা দিতে আমরা দায়বদ্ধ৷ তাই নদী বাঁধগুলি সংস্কার বা কংক্রিটের করা প্রয়োজন৷ দেখলাম, অনেক জায়গাতেই বাঁধের অবস্থা তেমন ভালো নয়। বড় বাঁধগুলি সেচ দফতরকে দিয়ে সংস্কার এবং ফাঁড়ির ভেতরে থাকা ছোট বাঁধগুলির ক্ষেত্রে ১০০ দিনের কাজের প্রকল্পের মাধ্যমে মেরামত করা যায় কিনা, সেটা দেখব।''

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: জিতেছেন ২৪ ঘণ্টাও হয়নি, গোসাবার বিধায়ককে যে ভূমিকায় দেখলেন মানুষ! চমকের শেষ নেই...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল