TRENDING:

Howrah : আর দ্বিতীয় সেতু হয়ে কলকাতা পৌঁছতে পারবে না ডানকুনি থেকে আসা পণ্যবাহী যানবাহন! বড়সড় সিদ্ধান্ত

Last Updated:

Second Hooghly Bridge- দ্বিতীয় সেতু হয়ে আর কলকাতা পৌঁছতে পারবেনা ডানকুনি থেকে আসা পণ্যবাহী যানগুলি, কোনা থেকে সাঁতরাগাছি  ছয় লেন করিডোর নির্মাণ কাজের সুবিধার্থে  সিদ্ধান্ত হাওড়া সিটি পুলিশের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া,রাকেশ মাইতি:  দ্বিতীয় সেতু হয়ে আর কলকাতা পৌঁছতে পারবে না ডানকুনি থেকে আসা সমস্ত পণ্যবাহী যান! কোনা থেকে সাঁতরাগাছি ছয় লেন করিডোর নির্মাণ কাজের সুবিধার্থে হাওড়া সিটি পুলিশের এই নির্দেশিকা।
দ্বিতীয় সেতু হয়ে কলকাতায় যাওয়া নিষেধাজ্ঞা ডানকুনি থেকে আসা পণ্যবাহী যান
দ্বিতীয় সেতু হয়ে কলকাতায় যাওয়া নিষেধাজ্ঞা ডানকুনি থেকে আসা পণ্যবাহী যান
advertisement

বলা হয়েছে, ডানকুনি থেকে নিবড়া, দ্বিতীয় সেতু হয়ে কলকাতাগামী সমস্ত পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা। এই পথের পরিবর্তে নির্দিষ্ট সময়ে নিবেদিতা সেতু ব্যবহার করে কলকাতা পৌঁছতে পারবে যান গুলি, নির্দেশিকা হাওড়া হাওড়া সিটি পুলিশের।

হাওড়া হয়ে মেদিনীপুর, হুগলি, বর্ধমান-সহ বিভিন্ন জেলার সঙ্গে কলকাতার অন্যতম যোগাযোগ মাধ্যম দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। এই পথে গত কয়েক বছরে দ্রুত গতিতে বেড়েছে যানবাহনের সংখ্যা। যানবাহনের সংখ্যা বৃদ্ধিতে ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছে গত কয়েক বছর।

advertisement

এই যানজটের সমস্যার সমাধান করতে কোনা থেকে সাঁতরাগাছি ছয় লেনের করিডোর তৈরির কাজ চলছে। এই কাজ সম্পন্ন হলে সম্পূর্ণরূপে যানজটনিয়ন্ত্রণ হবে, তা প্রায় স্পষ্ট। করিডোর তৈরির যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চলছে।

কোলাঘাট হয়ে যানবাহন সেই সঙ্গে ডানকুনি হয়ে যানবাহন উভয় দিক থেকে প্রচুর যানবাহন এসে এই পথ হয়ে কলকাতা পৌঁছচ্ছে। ফলে নির্মাণ কাজে দারুন সমস্যা তৈরি হচ্ছে। নির্মাণ কাজের সুবিধার জেরে, ২৬/১০/২০২৫ রবিবার থেকে ডানকুনির দিক থেকে আসা সমস্ত পণ্যবাহী  যানবাহন কোনা হয়ে দ্বিতীয় হুগলী সেতুর পরিবর্তে। প্রতিদিন রাত ১০ টা থেকে পরদিন সকাল ছ’টা পর্যন্ত নিবেদিতা সেতু হয়ে কলকাতা পৌঁছবে পণ্যবাহী যান গুলি। এমনই নির্দেশিকা হাওড়া সিটি পুলিশের।

advertisement

আরও পড়ুন- বীরভূমে রুদ্ধশ্বাস অভিযান! দমকল-গ্রামবাসীর যৌথ প্রচেষ্টায় নতুন জীবন পেল অবলা প্রাণী

সেরা ভিডিও

আরও দেখুন
নদীতে পারে উৎসব! ঝাঁকে ঝাঁকে মানুষ ছুঁটছে নদীর দিকে! কারণ শুনলে চমকে উঠবেন
আরও দেখুন

পুলিশ সূত্রে জানা যায়, সাঁতরাগাছি থেকে কোনা ছয় লেন করিডোর নির্মাণ কাজ শেষ হওয়া পর্যন্ত ডানকুনি থেকে কোনা হয়ে দ্বিতীয় হুগলি সেতুর পরিবর্তে নিবেদিতা সেতু হয়ে কলকাতা পৌঁছবে পণ্যবাহী যান গুলি। অন্যদিকে কোলাঘাট থেকে  আশা সমস্ত যানবাহনের ক্ষেত্রে কোন রকম নিষেধাজ্ঞা থাকছে না।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah : আর দ্বিতীয় সেতু হয়ে কলকাতা পৌঁছতে পারবে না ডানকুনি থেকে আসা পণ্যবাহী যানবাহন! বড়সড় সিদ্ধান্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল