রবিবার সকালে আচমকা নিখোঁজ হয়ে যায় ছাত্রী। বাড়ির সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। দুপুর আড়াইটে নাগাদ বাড়ির পাশের পুকুরের জলে ভেসে ওঠে ছাত্রীর নিথর দেহ। গ্রামবাসীরা দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে আসে পটাশপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে তদন্ত শুরু হয়েছে।
advertisement
চলতি বছর এপ্রিল মাসে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে পুকুর থেকে উদ্ধার হয় নাবালিকার দেহ। মৃতার পরিবার ও প্রতিবেশীদের অভিযোগ, খুন করা হয়েছে নাবালিকাকে। নাবালিকার বাড়ি কাকদ্বীপ বিধানসভার মাধবনগর গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর ৯ নম্বর ঘেরি এলাকায়। রবিবার রাতে ওই এলাকায় একটি জলসা হয়েছিল। পরিবার সূত্রে জানা গিয়েছে, সেই রাতে ওই নাবালিকাও জলসা দেখার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল। তবে রাত পর্যন্ত সে আর ফেরেনি। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও নাবালিকার সন্ধান পাওয়া যায়নি। সোমবার রাতে এলাকারই একটি পুকুরে এক নাবালিকার মৃতদেহ ভাসতে দেখা যায়।
পঙ্কজ দাশ রথী, পটাশপুর, পূর্ব মেদিনীপুর
