Local Bus: বাসের যাত্রীদের মধ্যে 'ঘাপটি' মেরে বসে ছিল 'সে'! অন্যরা উঠতেই খুলল আসল 'রূপ'! তারপর হাড়হিম কাণ্ড

Last Updated:
বেশ কিছু অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে গোলাবাড়ি থানার পুলিশ।
1/5
ঘাপটি মেয়ে যাত্রী সেজে বসে থাকত বাসে৷ অন্যান্য যাত্রীদের সঙ্গে চলত বাস যাত্রা। মাঝপথে ধরত স্বমূর্তি৷ আর যাত্রীদের সর্বস্ব লুঠ করত সে৷ এই ঘটে চলছিল দিনের পর দিন৷ এবার দুষ্কৃতীকে তার স্টাইলেই গ্রফতার করল পুলিশ৷ একের পর এক চুরির পর আগ্নেয়অস্ত্র সহ গ্রেফতার হুগলির রিষড়ার বাসিন্দা শ্যামসুন্দর সুর ওরফে রাজু। (দেবাশিস চক্রবর্তী)
ঘাপটি মেয়ে যাত্রী সেজে বসে থাকত বাসে৷ অন্যান্য যাত্রীদের সঙ্গে চলত বাস যাত্রা। মাঝপথে ধরত স্বমূর্তি৷ আর যাত্রীদের সর্বস্ব লুঠ করত সে৷ এই ঘটে চলছিল দিনের পর দিন৷ এবার দুষ্কৃতীকে তার স্টাইলেই গ্রফতার করল পুলিশ৷ একের পর এক চুরির পর আগ্নেয়অস্ত্র সহ গ্রেফতার হুগলির রিষড়ার বাসিন্দা শ্যামসুন্দর সুর ওরফে রাজু। (দেবাশিস চক্রবর্তী) (Representative Image Created by AI)
advertisement
2/5
দূরপাল্লার বাসে যাত্রীসেজে ভাল পোশাক পরে বসে থাকত রাজু৷ যাত্রীরা ব্যাগ রেখে নিচে চা খেতে গেলেই সেই ব্যাগ নিয়ে চম্পট দিত রাজু। (Representative Image Created by AI)
দূরপাল্লার বাসে যাত্রীসেজে ভাল পোশাক পরে বসে থাকত রাজু৷ যাত্রীরা ব্যাগ রেখে নিচে চা খেতে গেলেই সেই ব্যাগ নিয়ে চম্পট দিত রাজু। (Representative Image Created by AI)
advertisement
3/5
বেশ কিছু অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে গলাবাড়ি থানার পুলিশ। যাত্রী সেজে বাসে বসে চোর ধরল হাওড়ার গোলাবাড়ি থানার পুলিশ। (Representative Image Created by AI)
বেশ কিছু অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে গোলাবাড়ি থানার পুলিশ। যাত্রী সেজে বাসে বসে চোর ধরল হাওড়ার গোলাবাড়ি থানার পুলিশ। (Representative Image Created by AI)
advertisement
4/5
যাত্রী সেজে ব্যাগ বাসে রেখেই নিচে নেমে যান পুলিশ কর্মী, সেই সুযোগেই ব্যাগ নিয়ে পালানোর সময় হাতে নাতে ধরে ফেলে পুলিশ। (Representative Image)
যাত্রী সেজে ব্যাগ বাসে রেখেই নিচে নেমে যান পুলিশ কর্মী, সেই সুযোগেই ব্যাগ নিয়ে পালানোর সময় হাতে নাতে ধরে ফেলে পুলিশ। (Representative Image)
advertisement
5/5
রাজুকে জিজ্ঞাসাবাদ করে তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু চুরি যাওয়া ব্যাগ৷ উদ্ধার হয়েছে তিনটি ল্যাপটপ, বহু দামি সামগ্রী। উদ্ধার হয়েছে একটি আগ্নেয়স্ত্রও।(Representative Image)
রাজুকে জিজ্ঞাসাবাদ করে তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু চুরি যাওয়া ব্যাগ৷ উদ্ধার হয়েছে তিনটি ল্যাপটপ, বহু দামি সামগ্রী। উদ্ধার হয়েছে একটি আগ্নেয়স্ত্রও।(Representative Image)
advertisement
advertisement
advertisement