আরও পড়ুন: বার্ধক্য ভাতার আবেদন করতে এসে বৃদ্ধের অস্বাভাবিক মৃ*ত্যু! কোথায় ঘটেছে জানলে…
গড়িয়া ব্রিজ থেকে শীতলা মন্দির, বোড়াল, লস্করপুর, রাজপুর সহ বিভিন্ন ওয়ার্ডের রাস্তা ভেঙেচুরে একাকার। এইসব এলাকায় বেশ কয়েকটি বড় পুজো হয়। উদ্যোক্তারা এই রাস্তা দিয়েই প্রতিমা নিয়ে আসবেন মণ্ডপে। গাড়িতে করে এই রাস্তা দিয়ে অক্ষত অবস্থায় প্রতিমা আনবেন কী রাজপুর সোনারপুর করে, তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তাঁরা। পাশাপাশি রয়েছে সাধারণের নিত্য যাতায়াতের সমস্যা। এসব সমস্যার অবসানে মাসখানেক আগে কাউন্সিলারদের কাছে খারাপ রাস্তার তালিকা চেয়েছিল পুরসভা। জানা গিয়েছে, কোনও ওয়ার্ডে দু\’টি, কোনও ওয়ার্ডে চারটি বা তারও বেশি বেহাল রাস্তার তালিকা জমা পড়েছিল। পুরসভা সূত্রে খবর, বড় বড় পুজো হয় যেসব জায়গায়, সেইসব এলাকার রাস্তা মেরামতে বাড়তি গুরুত্ব দেওয়া হবে। এমন ভাবে রাস্তা সংস্কার হবে, যাতে পুজো পর্যন্ত কোনও অসুবিধা না হয়। কারণ অযুত প্রকল্পের কাজ শেষ হলে গোটা পুরসভা এলাকায় নতুন করে রাস্তা তৈরি হবে। কাউন্সিলারদের দাবি, রাস্তা মেরামতের জন্য বিভিন্ন ওয়ার্ড পিছু ১৫ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। পুরসভার সিআইসি সদস্য নজরুল আলি মণ্ডল বলেন, কয়েকদিন পর রাস্তা মেরামতের কাজে শুরু হবে
advertisement