ভাঙড়, ক্যানিং, সোনারপুর, রাজারহাট, বারুইপুর সর্বত্র কম বেশি বৃষ্টি হলেও কোনও ঝড় হয়নি। এমন বৃষ্টিতে বোঁটা শক্ত হয়ে দ্রুত বড় হবে আম। হালকা বৃষ্টি হওয়ায় খুশি আম চাষিরা। ‘গত বছর আমের ফলন মোটে হয়নি। এ বছর প্রচুর মুকুল হয়েছে এবং মুকুল থেকে আম ধরতে শুরু করেছে। আশা করছে খুব ভালো ফলন হবে। অসময় বৃষ্টি হওয়ায় আম চাষের খুব উপকার হল।
advertisement
এটা প্রকৃতির আশীর্বাদ এমনটাই মনে করছেন আম চাষীরা। এর পাশাপাশি ‘এই বৃষ্টিতে আম, খুব উপকার হলো। শুক্রবার ও শনিবার এই দুই দিনের বৃষ্টিতে খুশি ফলের শহর বলে পরিচিত বারুইপুরের ফলচাষিরাও। এখানে অধিকাংশ বাগানেই আম, লিচু, পেয়ারা-সহ একাধিক ফলের চাষ করে জীবিকা নির্বাহ করেন প্রায় হাজার দশেক চাষি।
আমের ব্যাপক ফলনের আশা
প্রতি বছর কোটি কোটি টাকার ফলের ব্যবসা হয়। রাজ্যের বিভিন্ন জেলার ফল বিক্রেতারা এখানকার ফলের উপরেই নির্ভরশীল। সেই বারুইপুরে এ বার দু’দিনের বিক্ষিপ্ত বৃষ্টিতে লাভের মুখ দেখার সুযোগ মিলেছে বলে দাবি ফলচাষিদের।
এই সময়ে বারুইপুরে বাগানগুলিতে হরেক প্রজাতির আম ও দেশি, বোম্বাই প্রজাতির লিচু ফলতে শুরু করেছে। সঙ্গে রয়েছে পেয়ারা। আম ও লিচুর বোঁটা শক্ত হবে এই বৃষ্টিতে। ফলে আগামী দিনে গাছ থেকে ফল ঝরে পড়বে কম।
Suman Saha