Sharp Rise In Temperature: পরীক্ষা শেষ হতেই উত্তরে পাড়ি ঠান্ডার আশায়, ‘সে গুড়ে বালি’, একধাক্কায় লাফিয়ে বাড়বে তাপমাত্রা, রইল ওয়েদার আপডেট

Last Updated:
West Bengal Weather Update: পাহাড়ে ২৩ ডিগ্রি সমতলে ৩o ডিগ্রি পার! বসন্তে এই গরম হাওয়া উত্তরবঙ্গ জুড়ে! গ্রীষ্মের প্রখর দাবদহে ভুগবে গোটা উত্তরবঙ্গবাসী
1/5
বৃষ্টির পরে এই পাহাড় থেকে সমতলে রোদের ঝলকানি। শীত বৃষ্টিকে বিদায় জানিয়ে এবার উত্তরে গ্রীষ্মের আগমন। বসন্তের মাঝেই তীব্র গরমে নাজেহাল উত্তরবঙ্গবাসী।
বৃষ্টির পরে এই পাহাড় থেকে সমতলে রোদের ঝলকানি। শীত বৃষ্টিকে বিদায় জানিয়ে এবার উত্তরে গ্রীষ্মের আগমন। বসন্তের মাঝেই তীব্র গরমে নাজেহাল উত্তরবঙ্গবাসী।
advertisement
2/5
মঙ্গলবার সকাল থেকেই শৈল শহরে ঝলমলে রোদ সমতলের তাপমাত্রা ৩০° পার। ঝলসানো গরমে নাভিশ্বাস দশা।শুক্রবারের পর থেকে পাহাড় থেকে সমতল ফের ভোল পাল্টাবে আবহাওয়া ধেয়ে আসবে ঝড়-বৃষ্টি।
মঙ্গলবার সকাল থেকেই শৈল শহরে ঝলমলে রোদ সমতলের তাপমাত্রা ৩০° পার। ঝলসানো গরমে নাভিশ্বাস দশা।শুক্রবারের পর থেকে পাহাড় থেকে সমতল ফের ভোল পাল্টাবে আবহাওয়া ধেয়ে আসবে ঝড়-বৃষ্টি।
advertisement
3/5
বিশেষ করে উত্তরের পার্বত্য এলাকাগুলিতে হালকা শীতের দাপট। দিনের সাথে সাথে পারদ আরও বাড়বে বৃষ্টির শেষেই ভোল পাল্টাবে উত্তরের আবহাওয়া। সমতলের পাশাপাশি পাহাড়েও চোখ রাঙাচ্ছে সূর্য।
বিশেষ করে উত্তরের পার্বত্য এলাকাগুলিতে হালকা শীতের দাপট। দিনের সাথে সাথে পারদ আরও বাড়বে বৃষ্টির শেষেই ভোল পাল্টাবে উত্তরের আবহাওয়া। সমতলের পাশাপাশি পাহাড়েও চোখ রাঙাচ্ছে সূর্য।
advertisement
4/5
আই এম ডি এর রিপোর্ট অনুযায়ী, আগামী ৪-৫ দিন রোদের প্রখর তাপে ঘাম ঝরবে উত্তরবঙ্গবাসীর। সমতলের পাশাপাশি উত্তরের পার্বত্য এলাকাগুলিতেও হুড়মড়িয়ে বাড়ছে তাপমাত্রা। পাহাড়েও গরম পড়তে আর বেশিদিন নেই।
আই এম ডি এর রিপোর্ট অনুযায়ী, আগামী ৪-৫ দিন রোদের প্রখর তাপে ঘাম ঝরবে উত্তরবঙ্গবাসীর। সমতলের পাশাপাশি উত্তরের পার্বত্য এলাকাগুলিতেও হুড়মড়িয়ে বাড়ছে তাপমাত্রা। পাহাড়েও গরম পড়তে আর বেশিদিন নেই।
advertisement
5/5
হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী,আগামী কয়েকদিন উত্তরবঙ্গ জুড়ে নাজেহাল গরম তারপরেই প্রত্যেকটি জেলায় বৃষ্টি পরেই ধীরে ধীরে বাড়বে পারদ।নাজেহাল গরমে অতিষ্ঠ হবে উত্তরবঙ্গবাসী।
হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী,আগামী কয়েকদিন উত্তরবঙ্গ জুড়ে নাজেহাল গরম তারপরেই প্রত্যেকটি জেলায় বৃষ্টি পরেই ধীরে ধীরে বাড়বে পারদ।নাজেহাল গরমে অতিষ্ঠ হবে উত্তরবঙ্গবাসী।
advertisement
advertisement
advertisement