রাজ্য সরকারি কর্মীরা এবার থেকে নিউরোসাইকিয়াট্রিক বা স্নায়ুকোষজনিত মানসিক রোগের চিকিৎসার খরচ সরকারি হেল্থ স্কিমে পাবেন। রাজ্যের অর্থ দফতর থেকে সোমবার এক বিবৃতিতে জানানো হয়েছে, এতদিন সরকারি কর্মচারীরা ১৭টি অসুখের ক্ষেত্রে হাসপাতালে ভর্তি না হয়েও আউটডোরে চিকিৎসা করানোর খরচ পেতেন। এই তালিকায় স্নায়ুরোগের চিকিৎসার খরচ রাজ্য সরকারি কর্মীরা পেতেন। বিশেষ করে হাসপাতালে ভর্তি না হয়ে ডাক্তারকে প্রাইভেট চেম্বারে দেখালে খরচ পেতেন।
advertisement
তবে মানসিক অসুস্থতার খরচ একদিন পেতেন না। তবে হাসপাতালে ভর্তি হলে পেতেন। যদিও এধরনের রোগীদের সবসময় হাসপাতালে ভর্তি করতে হয় না। বাড়িতে রেখেই চিকিৎসা করা হয়।
আরও পড়ুন: পরকীয়ায় লিপ্ত স্ত্রী! সন্দেহের বশেই বউয়ের দু’হাত কেটে দিল স্বামী
এবার কর্মীদের সিজোপ্রেনিয়া বা হ্যালুসিনেশনের মতো ৬ ধরনের নিউরোসাইকিয়াট্রিক বা স্নায়ুকোষজনিত মানসিক রোগের চিকিৎসা আউটডোরে বা বাড়িতে থেকে বা ডাক্তারের চেম্বারে গিয়ে করালেও খরচ পাওয়া যাবে সরকারের হেল্থ স্কিম থেকে। আগে এই সুযোগ পেতেন না সরকারি কর্মীরা। এই ধরনের অসুখ ইদানীং বাড়ছে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।