এবার জেনে নেওয়া যাক কোন পদে আবেদন করার জন্য কী যোগ্যতাপ্রয়োজন: প্রথমেই আসা যাক অফিসার ইন চার্জ পদে, এই পদে আবেদনের জন্য সোশ্যাল ওয়ার্ক/ চাইল্ড ডেভেলপমেন্ট বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। বয়স হতে হবে ২৭ থেকে ৪২ বছরের মধ্যে হতে হবে। প্রতি মাসে বেতন ৩৩,১০০ টাকা।
আরও পড়ুনঃ ‘রোজ রাতে…! এই মেয়েকে ছেলের বউ করে…’, কুমোরটুলির ট্রলি-কাণ্ডে বিস্ফোরক ফাল্গুনীর শ্বশুর
advertisement
অপরদিকে, চাইল্ড ওয়েলফেয়ার অফিসার ও কাউন্সিলর পদে বেতন ২৩,১৭০ টাকা। হাউস ফাদার বেতন পাবেন ১৪,৫৬৪ টাকা। এই দুটি পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ২১-৪০ বছরের মধ্যে হতে হবে। তবে কাউন্সিলরের বয়স ২৪-৪০ বছরের মধ্যে হতে হবে। এর পর রয়েছে ১২ হাজার টাকা বেতনের ১৮-৪০ বছরের বয়সী প্রার্থী নিয়োগ করা হবে হেল্পার পদে।
কোথায় আবেদন করবেন এবং কীভাবে করবেন? প্রথমে চলে যান বাঁকুড়ার জেলার প্রশাসনিক ওয়েবসাইটের ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এপেয়ে যাবেন বিজ্ঞপ্তি। অথবা নীচের লিংকে ক্লিক করে খুলে নিন বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ১৬ মার্চ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।
নীলাঞ্জন ব্যানার্জী






