বুধবার সাংবাদিক সম্মেলনে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) মিতুন কুমার দে জানান, কয়েক মাস আগে উস্তি থানা এলাকার একটি বেসরকারি ব্যাংকের সিএসপি থেকে বড়সড় চুরির ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুনদের তত্ত্বাবধানে এসডিপিও সাকিব আহমেদ–এর নেতৃত্বে এসওজি টিম ও উস্তি থানার পুলিশ তদন্ত শুরু করে।
advertisement
তদন্তের সূত্র ধরে পুলিশ ওড়িশার কোরাপুর এলাকা থেকে দক্ষিণ ২৪ পরগনার ৩ অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, ওই দুষ্কৃতি দল সোনারপুরের সোনার দোকানেও চুরি করে এবং চুরি যাওয়া মালপত্র উস্তি থানার সংগ্রামপুর এলাকার কাছাকাছি একটি জায়গায় মজুত করা হয়েছে। এর পর পুলিশ সেখানে অভিযান চালিয়ে প্রায় ৫০ লক্ষ টাকার সোনার গহনা ও নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করে।
আরও পড়ুন- গাদা গাদা ইলিশ…! বাগে আসছে মৎস্যজীবীদের, দাম বাড়ার আশঙ্কা, কেন ঘটছে এমন ঘটনা
ধৃতদের নিয়ে শিগগিরই টিআই প্যারেড (টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড) করা হবে বলে জানানো হয়েছে। উদ্ধার হওয়া সমস্ত সোনার গহনা পরবর্তীতে যথাযথ প্রক্রিয়া শেষে মালিকদের হাতে তুলে দেওয়া হবে।
-আনিশ উদ্দিন মোল্লা