TRENDING:

ব্যবসায়ীর মাথা ফাটিয়ে লক্ষ টাকার গয়না নিয়ে চম্পট! জালে পড়ল দুষ্কৃতীরা

Last Updated:

জেলায় জেলায় একের পর এক গয়নার দোকানে লুঠের ঘটনা শিরোনামে আসছে। ছদ্মবেশে সোনার দোকানে ঢুকে কর্তৃপক্ষের চোখে ধুলো দিয়ে গয়না নিয়ে চম্পট দিচ্ছে দুষ্কৃতীরা। সম্প্রতি এধরনের ঘটনা নজরে আসে হুগলির চণ্ডীতলায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রানা কর্মকার, সিঙ্গুর: ৭ দিনের মধ্যেই কাজ হাসিল। গয়নার দোকানে চুরির ঘটনায় ৪ জন অভিযুক্তকে গ্রেফতার করল সিঙ্গুর থানার পুলিশ। ধৃত ৪ জনকে বৃহস্পতিবার চন্দননগর মহকুমা আদালতে পাঠানো হয়েছে।
জালে পড়ল দুষ্কৃতীরা
জালে পড়ল দুষ্কৃতীরা
advertisement

তাদের মধ্যে রয়েছে আজহার মোল্লা, বাড়ি গোঘাট। বর্ধমানের জামালপুরের বাসিন্দা শেখ সুরজ। খানাকুলের প্রভাষ গায়েন এবং আরামবাগের বাসিন্দা শেখ আশিক।

গত ২৫ জুন সিঙ্গুর থানার বড়া এলাকায় ইট দিয়ে মেরে এক সোনার ব্যবসায়ীর মাথা ফাটিয়ে দিয়েছিল তারা, এমনই অভিযোগ। হুগলীর গ্রামীন পুলিশ শাখার ডিএসপি অগ্নিশ্বর চৌধুরী জানান, ব্যবসায়ী দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে দুস্কৃতীরা ইট দিয়ে মাথা ফাটিয়ে দুই লক্ষ টাকার সোনা এবং রূপোর গয়না নিয়ে বাইকে চেপে পালিয়ে গিয়েছিল।

advertisement

এরপর পুলিশ সিসিটিভি ও মোবাইলের সূত্র ধরে দুষ্কৃতীদের গ্রেফতার করে।

ডিএসপি অগ্নিশ্বর চৌধুরী, সার্কেল ইন্সপেক্টর প্রশান্ত চ্যাটার্জী সাংবাদিক বৈঠক করে বলেন, “ধৃতদের মধ্যে দু’জনকে দিঘা থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আগেও ডাকাতি, লুঠপাট, ছিনতাই এর অভিযোগ রয়েছে।”

আরও পড়ুন-তীর্থে বিপদ! অমরনাথ যাত্রা শেষে চলন্ত বাস থেকে লাফ ১০ যাত্রীর

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

জেলায় জেলায় একের পর এক গয়নার দোকানে লুঠের ঘটনা শিরোনামে আসছে। ছদ্মবেশে সোনার দোকানে ঢুকে কর্তৃপক্ষের চোখে ধুলো দিয়ে গয়না নিয়ে চম্পট দিচ্ছে দুষ্কৃতীরা। সম্প্রতি এধরনের ঘটনা নজরে আসে হুগলির চণ্ডীতলায়। ক্রেতা সেজে মাদুলি কিনতে দোকানে ঢুকে গয়নার বাক্স নিয়ে চম্পট দিয়েছিল দুই দুষ্কৃতী। হুগলির চণ্ডীতলার বরতাজপুরের এক সোনার দোকানের সেই ঘটনা ঘিরেও চাঞ্চল্য ছড়ায়। সিসিটিভি ফুটেজে গয়নার বাক্স হাতানোর দৃশ্য ধরা পড়েছিল। সেখান থেকেই তদন্ত করে পুলিশ। তার পরেই সিঙ্গুরের দোকানে লুঠ। দুই থানাই দুষ্কৃতীদের খুঁজে বের করে হেফাজতে নিতে সক্ষম হল।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ব্যবসায়ীর মাথা ফাটিয়ে লক্ষ টাকার গয়না নিয়ে চম্পট! জালে পড়ল দুষ্কৃতীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল