কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট যোগা অলিম্পিয়াড ২০২৩ আয়োজিত হয়েছিল কলকাতায়। ১৪ থেকে ১৬ বছর বয়সী বালিকা বিভাগে যোগা প্রতিযোগিতায় অংশ নেয় মেদিনীপুরে বিদ্যাসাগর শিশু নিকেতনের দশম শ্রেণীর ছাত্রী অনুষ্কা গুপ্ত।
১২ রাজ্যের প্রতিযোগিরা অংশ নিয়েছিল এই যোগা অলিম্পিয়াডে। ৪২ জন প্রতিযোগীর মধ্যে প্রবল প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম স্থান দখল করেছে অনুষ্কা । জানা গিয়েছে, প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গে যোগা প্রতিযোগিতা হয়েছিল। তাদের মধ্যে সফল চারজন প্রতিযোগী অংশ নেয় জাতীয় স্তরে খেলার।
advertisement
আরও পড়ুন- গিল ও শামির ‘টুপির’ কারণে ট্রফি পেল না হার্দিক! সামনে এল চমকে দেওয়া তথ্য
সেখানে বিভিন্ন রাজ্যের প্রতিযোগী সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সাফল্য মিলেছে মেদিনীপুরের অনুষ্কার। অনুষ্কার ছোট থেকেই নেশা যোগব্যায়ামের।যোগব্যায়ামকে ধ্যান ও জ্ঞান হিসেবে ভেবে ভবিষ্যতে এগোতে চায় অনুষ্কা।
অনুষ্কা বলে, ভবিষ্যতে যোগা নিয়ে এগোতে চাই। যোগা নিয়েও পড়াশোনাও করতে চাই। এই সাফল্যের পিছনে মা বাবার পাশাপাশি যোগা প্রশিক্ষক সবরকম সাহায্য করেছেন। এই সফলতার পিছনে বিদ্যালয়ের ভূমিকা অপরিসীম।
Ranjan Chanda