শনিবার সাংবাদিক সম্মেলন করে ডায়মন্ড হারবার পুলিশ জেলার তরফে জানানো হয়, পৃথ্বীরাজকে খুনের ঘটনায় গ্রেফতার হওয়া সুজাতা পোদ্দার বিজেপি নেতার প্রেমিকা। পাশাপাশি পুলিশের তরফে এদিন দাবি করা হয়, সুজাতা পুলিশি জেরায় পৃথ্বীরাজকে খুনের কথা স্বীকার করেছেন।
advertisement
পুলিশ সূত্রে খবর, মৃত বিজেপি নেতার সঙ্গে প্রায় ছ’বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল অভিযুক্ত সুজাতা পোদ্দারের। সম্প্রতি পৃথ্বীরাজ একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ায় সুজাতার সঙ্গে সম্পর্কের টানাপড়েন শুরু হয়। তারপরে সুজাতা সোমবার পৃথ্বীরাজের সঙ্গে বিজেপির দলীয় কার্যালয়ে দেখা করতে যান। আপাত তদন্তের উপর ভিত্তি করে পুলিশের দাবি, জেরায় নাকি সুজাতা জানান পৃথ্বীরাজের খুন হওয়ার দিন জোর করে সুজাতার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে চেষ্টা করেছিলেন। তখনই একটি ব্লেড দিয়ে পৃথ্বীরাজের যৌনাঙ্গে আঘাত করেন তিনি।
আরও পড়ুন:দেখলেই ভয় লাগবে, নতুন প্রজাতির সাপ আবিষ্কার ভারতের! নাম রাখা হল বিখ্যাত অভিনেতার নামে
পুলিশ সূত্রে খবর, পৃথ্বীরাদের মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। খুনের পরে বিজেপির তরফে দাবি করা হয়েছিল, পৃথ্বীরাজের খুনে জড়িত তৃণমূল। তদন্তে কী পাওয়া যায় সেটাই দেখার।