TRENDING:

Ghost Panic: 'ঘুরে বেড়াচ্ছে অশরীরী আত্মা', রাত হলেই শুরু..., ভয়ে সিঁটিয়ে এলাকাবাসী, কোথায় ঘটছে এই ঘটনা?

Last Updated:

Ghost Panic: বছর পাঁচেক আগে অপমৃত্যু হয়েছিল ষোড়শীর। তার অশরীরী আত্মা নাকি ঘুরে বেড়াচ্ছে এলাকায়। ভূতে ধরছে এলাকার কিশোরীদের। কুসংস্কারে চলছে অনলাইনে ঝাড়ফুঁক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চুঁচুড়া: বছর পাঁচেক আগে অপমৃত্যু হয়েছিল ষোড়শীর। তার অশরীরী আত্মা নাকি ঘুরে বেড়াচ্ছে এলাকায়। ভূতে ধরছে এলাকার কিশোরীদের। কুসংস্কারে চলছে অনলাইনে ঝাড়ফুঁক!
ghost
ghost
advertisement

চুঁচুড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের ছাতাগলি বড়ুয়াপাড়ায় বছর পাঁচেক আগে অপমৃত্যু হয়েছিল ষোলো বছরের এক কিশোরীর।মাস দেরেক আগে হঠাৎ করেই প্রতিবেশি এক কিশোরীর আচরনে অস্বাভাবিকতা দেখা যায় বলে দাবি তার পরিবারের। সে নাকি জানায় গয়ায় গিয়ে পিন্ড দিলে তবেই তার মুক্তি হবে। এলাকার আরও এক কিশোরীও অসুস্থ হয়ে অস্বাভাবিক আচরন শুরু করে বলেও দাবি। এই নিয়ে অপমৃত্যু হওয়া কিশোরীর মা বাবার সঙ্গে প্রতিবেশি ওই পরিবারের অশান্তি শুরু হয়।এমনকি তাদেরবাড়িতে চড়াও হয়।

advertisement

আরওপড়ুন-২৪ বছর পর সেই ‘মাহেন্দ্রক্ষণ’…! শ্রাবণ মাসে বিরল রাজযোগ, ৪ রাশিকে সোনায় মুড়ে দেবেন দেবাদিদেব মহাদেব, শিবের আশীর্বাদে আয়-উন্নতির ফোঁয়ারা

যে কিশোরী অসুস্থ হয়েছে তার পারিবারের দাবি,ভূত তাড়াতে তারা ঝাড়ফুঁক করিয়েছেন, চিকিৎসাও করিয়েছেন। মেয়ের মৃত্যুর পর ঠিকমত শ্রাদ্ধশান্তি না করায় এমন হচ্ছে বলে অভিযোগ তাদের।

আরও পড়ুন-জেলবন্দি স্বামী, জামিনের টোপ দিয়ে হোটেলে এনে জোর করে সঙ্গম, তরুণী মুখ খুলতেই সব ফাঁস…! চমকে গেল কলকাতা পুলিশ

advertisement

যদিও মৃত কিশোরীর মা বাবা জানান,তারা মেয়ের মৃত্যুর পর বাড়িতেই বসবাস করছেন তারা, এখনও তাদের কোনও সমস্যা হয়নি। প্রতিবেশীরাও জানান,কুসংস্কারের বশবর্তী হয়ে কয়েকজন এমন করছে। ভূত প্রেত বলে কিছু নেই।

পরিস্থিতি ঘোরালো হচ্ছে দেখে সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা পরিস্থিতি পর্যালোচনা করে ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্পিতা সাহাকে এলাকায় গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলে কুসংস্কার দূর করতে উদ্যোগী হতে বলেন। সেই মত কাউন্সিলর অর্পিতা ছাতাগলিতে গিয়েছিলেন ওই পরিবারগুলির সঙ্গে কথা বলতে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পরিবেশবান্ধব থিমে মণ্ডপের গাছপালা যেন জীবন্ত, কাঁপাচ্ছে চন্দননগরের আলো
আরও দেখুন

সোমনাথ ঘোষ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ghost Panic: 'ঘুরে বেড়াচ্ছে অশরীরী আত্মা', রাত হলেই শুরু..., ভয়ে সিঁটিয়ে এলাকাবাসী, কোথায় ঘটছে এই ঘটনা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল