জানা গিয়েছে, ঘোলা মুড়াগাছা এলাকায় এক অভিজাত হোটেলে গোপন অভিযান চালায় ব্যারাকপুর সাইবার ক্রাইম থানা ও ঘোলা থানার পুলিশ। পুলিশের কাছে নির্দিষ্টভাবে খবর ছিল, ওই হোটেলে সাতজন দুষ্কৃতী লুকিয়ে রয়েছে। এই প্রতারণা চক্রটি বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সাত প্রতারককে গ্রেফতার করা হয়েছে।
advertisement
আরও পড়ুন : আশ্বাসে ভরসা নেই আর! ১৫ বছরেও হয়নি নতুন রেল স্টেশন, ক্ষোভে ফুঁসছে দেবীপুর
পুলিশ সূত্রে খবর, ধৃত সাতজনের মধ্যে চারজনের বাড়ি নদিয়া জেলায়। অন্যদিকে বাকি তিনজনের বাড়ি খড়দহ ও টিটাগড় অঞ্চলে। ধৃতদের কাছে থেকে একাধিক গুরুত্বপূর্ণ জিনিস উদ্ধার করা হয়েছে। সাতজনের কাছে মোট সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এছাড়াও তাদের কাছে একাধিক নকল সিম কার্ড, বিভিন্ন ব্যাঙ্কের পাস বই ও একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন : আচমকা ধাক্কা, ছিটকে গেলেন দুজনেই! হেলমেটও রক্ষা করতে পারল না
ইতিমধ্যেই উদ্ধার হওয়া সামগ্রী ও নথিপত্রগুলি খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, ওই নথিপত্রগুলি থেকে আরও অনেক তথ্য পাওয়া যাবে। পাশাপাশি এই চক্রের সঙ্গে আরও কেউ বা কারা জড়িত রয়েছে কিনা, সেই বিষয়টিও সামনে আসবে। এছাড়াও কীভাবে এই চক্রটি কোটি কোটি টাকার প্রতারণা করছিল ব্যাঙ্কের তথ্য হাতিয়ে, সেই বিষয়টিও বিশদে খতিয়ে দেখছে পুলিশ।